ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্যারানা রাজ্যে প্রবল বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে সৃষ্ট টর্নেডোতে ছয়জনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন রাজ্যটির গভর্নর।
শনিবার তিনি জানান, শুক্রবার রাতের এই টর্নেডোতে হিও বোনিটো দু ইগুয়াসু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরটির ঘরবাড়ির অর্ধেকের বেশি ছাদ ধসে পড়েছে, পাশাপাশি বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোতে ধসে পড়া কাঠামো ও উপড়ে পড়া গাছপালায় অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বৈদুতিক তার ছিঁড়ে পড়ায় বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিভিন্ন আঘাতে জখম হওয়া ৪৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিও বোনিটো দু ইগুয়াসুর নিকটবর্তী শহর গুয়ারাপুয়াভাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্যারানার আবহাওয়া ও পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, টর্নেডোর বাতাসের বেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যম এক্স এ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে লিখেছেন, “প্যারানার জনগণকে সহযোগিতা করা অব্যাহত রাখবো আমরা এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সরবরাহ করবো।”