রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

অর্থনীতি

পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার

 প্রকাশিত: ১৮:৫২, ৯ নভেম্বর ২০২৫

পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার

মওসুমের শেষের দিকে এসে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পণ্যটির আমদানি উন্মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এমন আভাস দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, “অন্তত ২৮০০ ব্যবসায়ী পেঁয়াজ আমদানি অনুমতিপত্র পাওয়ার আবেদন জানিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে দাম কমে স্বাভাবিক মাত্রায় না এলে আমরা আমদানির অনুমোদন দেব।”

সারাবছর জুড়ে কৃষক কম মূল্যে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হলেও মওসুমের শেষের দিকে যখন মুড়িকাটা পেঁয়াজ আসতে কয়েক সপ্তাহ বাকি তখন এক লাফে দাম দ্বিগুণ হয়ে গেছে। প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

পেঁয়াজ কৃষকের হাতছাড়া হওয়ার পর মধ্যস্বত্ব ভোগীদের চক্র দাম বাড়িয়েছে বলে অনেকে অভিযোগ করছেন।

অবশ্য সরকার মনে করছে, মওসুমের শেষের দিকে এসে হঠাৎ অতিবৃষ্টির কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “গত সপ্তাহের মাঝামাঝি থেকে পেঁয়াজের মূল্যটা বেড়েছে। একটা আড়াই দিনের বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর থেকে বেড়েছে। আমি আর কোনো কারণ দেখি না।”

মওসুমের শুরুতে কৃষক পেঁয়াজ বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়েছিলেন তুলে ধরে সচিব বলেন, “পেঁয়াজের দাম ২৫/৩০ টাকায় নেমে এসেছিল এবং সেটা কৃষকদের উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

“বহুদিন যাবতই পেঁয়াজের দাম ৬০/৬৫ টাকার মধ্যেই স্থির ছিল।”

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের কাছে অনেকেই আমদানির জন্য আবেদন করেছেন। প্রায় ২৮০০ মতো আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে।

“আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আগামী ৪/৫ দিন দেখব।”

উপদেষ্টা বলেন, “দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। এখন সাড়ে তিন লাখ টনের মতন পেঁয়াজ মজুদ আছে।

“এই মাসে আসবে ৮৫ থেকে ৮৭ হাজার টন নতুন (মুড়িকাটা) পেঁয়াজ এবং আগামী মাসে আসবে আড়াই লাখ টন।”