রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

জাতীয়

হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন

 আপডেট: ১৮:৫৪, ৯ নভেম্বর ২০২৫

হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক পোশাক শ্রমিক হত্যা মামলাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

জামিনের বিষয়ে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ রায় দিয়েছে।

আইভীর জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

সুলতানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোর্টে পাঁচটি মামলা এসেছে, সবগুলোতে তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে তিনটি হত্যা এবং দুইটি গুরুতর জখমের মামলা।”

তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা, সেটি বলতে পারেননি তিনি। আইভীর আইনজীবী সারা হোসেনের মোবাইল ফোনে ফোন করলে ধরেননি।

২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকার পতনের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর মিনারুলের ভাই নাজমুল হক শেখ হাসিনাসহ ১৩২ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলার ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী।

চলতি বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানো হয়।