হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক পোশাক শ্রমিক হত্যা মামলাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
জামিনের বিষয়ে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ রায় দিয়েছে।
আইভীর জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
সুলতানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোর্টে পাঁচটি মামলা এসেছে, সবগুলোতে তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে তিনটি হত্যা এবং দুইটি গুরুতর জখমের মামলা।”
তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা, সেটি বলতে পারেননি তিনি। আইভীর আইনজীবী সারা হোসেনের মোবাইল ফোনে ফোন করলে ধরেননি।
২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকার পতনের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর মিনারুলের ভাই নাজমুল হক শেখ হাসিনাসহ ১৩২ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলার ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী।
চলতি বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানো হয়।