রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

জাতীয়

মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ

 প্রকাশিত: ১৪:০২, ৯ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ

ঢাকার মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন লাগাকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ।

একটি মোটরসাইকেল থেকে বোমা ছোঁড়ার তথ্য পাওয়ার কথা জানিয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “ঘটনার পরপরই স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, একটি মোটরসাইকেলে তিনজন ছিল। এই মোটরসাইকেল থেকে কিছু একটি ছুঁড়ে মারার পরপরই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।”

শনিবার গভীররাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ইউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে বিস্ফোরণের পরপরই আগুন লাগে। তাতে সেখানে থাকা দুটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ভস্মীভূত হয়।

ওসি রফিক বলেন, “পিকআপটিতে প্রথমে আগুন লাগে এবং বিস্ফোরণে ছাদ উড়ে যায়; পরে পাশে থাকা মাইক্রোবাস দুটিতে তা ছড়িয়ে পড়ে।”

ছুঁড়ে মারা বস্তুটি পেট্রোল বোমা বলে ধারণা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের।

তাদের একজন বলেন, “আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি, সেখানে একজনকে দৌড়ে যেতে দেখা গেছে। মাথায় সাদা ক্যাপ। আমরা আশেপাশের আরো কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করছি।”

দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছি। সিসি ভিডিও সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”