মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বিএনপির মনোনয়ন: মেহেরপুরে দুপক্ষে সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক

উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন

 প্রকাশিত: ১৫:২৯, ৪ নভেম্বর ২০২৫

উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে না রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। 

সিউল থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত, কিম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়ামের সভাপতির দায়িত্ব পালন করায় তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতীকী ভূমিকা প্রদানে নিযুক্ত করা হয়।
তবে, আসল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল নেতা কিম জং ইল ও, তার ছেলে কিম জং উনের হাতে। কিম জং ইল ২০১১ সালে মারা যান।

কেসিএনএ জানিয়েছে, কিম জং উন তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাতে তার শবযাত্রায় যান।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম ইয়ং নামের একাধিক অর্গান অকেজো হয়ে তিনি মারা যান।

একটি ছবিতে দেখা যাচ্ছে, কিম জং উন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, মৃত কিং ইযং ন্যামের কাচের কফিনে শায়িত অবস্থায় তার শবযাত্রার সামনে শ্রদ্ধা জানাচ্ছেন।

২০১৮ সালে, কিম ইয়ং ন্যাম দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তিনি ওই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ব্যা জানায়, কিম ইয়ং ন্যাম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় কিম জং উনের বোন কিম ইয়ং জংকে সম্মানের আসন প্রদান করেছিলেন।

এই পদক্ষেপের ফলে জল্পনা শুরু হয় যে, কিম ইয়ং নাম কয়েক দশক ধরে সর্বোচ্চ নেতাদের পরিবারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উত্তর কোরিয়ার নির্মূল-প্রবণ রাজনৈতিক দৃশ্যে অবস্থান ধরে রেখেছেন।

সিউলের একত্রিকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে কিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি উত্তর কোরিয়ার সঙ্গে সিউলের সম্পর্ক পরিচালনা করে থাকে।

মন্ত্রী চুং ডং-ইয়ং বলেন, ২০০৫ ও ২০১৮ সালে পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে সাক্ষাতের সময় তিনি কোরীয় উপদ্বীপে শান্তির বিষয়ে অর্থপূর্ণ আলোচনা করেছিলেন।

চুং আরো বলেন, ২০১৮ সালে পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের জন্য কিমের দক্ষিণে সফর ‘আন্তঃকোরীয় সংলাপের দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে’ অবদান রেখেছিল।