শুক্রবার ০২ মে ২০২৫, বৈশাখ ১৯ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

রাজনীতি

‘বিএনপিকে ল্যাং মারতে গিয়ে নিজেদের ঠ্যাং না ভেঙে বসে’

 প্রকাশিত: ২২:৪৩, ১ মে ২০২৫

‘বিএনপিকে ল্যাং মারতে গিয়ে নিজেদের ঠ্যাং না ভেঙে বসে’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “একটি দল অহেতুক জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়। তারা স্থানীয় সরকার নির্বাচন সামনে আনার নামে গণতন্ত্রের ক্ষতি করছে। বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করেও আজ তারা বিএনপিকে ‘ল্যাং’ মারার চেষ্টা করছে। কিন্তু বিএনপিকে ল্যাং মারতে গিয়ে যেন নিজেদের ঠ্যাং না ভেঙে ফেলে।”

বৃহস্পতিবার (১ মে) বিকেলে ময়মনসিংহ রেলস্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, “জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনাই জনগণের আকাঙ্ক্ষা। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। না হলে জনগণ অধৈর্য হয়ে উঠবে এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে।”

তিনি বলেন, “বিএনপি শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের দল। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনিই আমাদের গর্ব, আমরা সেই শ্রমিকের প্রতিষ্ঠিত দলের কর্মী। বিএনপি সরকারে এলে শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা হবে।”

এমরান সালেহ প্রিন্স বলেন, “গত ১৫ বছরে হাসিনার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাদের সেই ত্যাগের প্রতিদান দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ এবং সদস্যসচিব রোকনুজ্জামান সরকার।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কৃষ্ণচূড়া চত্বরে ফিরে আসে। পরে একই মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শ্রমজীবী মানুষের সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।