জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ, মাছ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। কয়েক মাস শান্ত থাকার পর বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তির নাম মাহতাব হোসেন (৩২), তিনি জেনেভা ক্যাম্পের পারসোনাল হাট এলাকার বাসিন্দা এবং স্থানীয় কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল তাকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর বুনিয়া সোহেলের আস্তানায় নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
আহতের বড় ভাই গোলাম হোসেন বলেন, “বুনিয়া সোহেল ও তার ভাই টুনটুন আমাদের ভাইকে সন্দেহ করে যে সে তাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এই অভিযোগে তারা পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং গ্যাং সংঘর্ষের কারণে আলোচনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ‘বুনিয়া সোহেল’ ও তার সহযোগী চুয়া সেলিম গ্রেফতারের পর কিছুদিন শান্ত ছিল এলাকা। তবে বুনিয়া সোহেল জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আবারও মাদকের দৌরাত্ম্য শুরু হয়। অভিযোগ রয়েছে, জেলখানায় থাকাকালীন সময়ে তার ভাই টুনটুন পুরো মাদক চক্রটি পরিচালনা করতেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেনেভা ক্যাম্পের বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও টুনটুনকে এখনও গ্রেফতার করা হয়নি। তারা অভিযোগ করেন, মাদক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অনেক সময়েই প্রশ্নবিদ্ধ।