রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩০ ১৪৩২, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

হজ করতে ২৪ ঘন্টায় ৪ লাখ আবেদন

 প্রকাশিত: ০৯:৫১, ১৬ জুন ২০২১

হজ করতে ২৪ ঘন্টায় ৪ লাখ আবেদন

সারা পৃথিবীর প্রানকেন্দ্র, মুসলিম উম্মাহর শান্তি, প্রশান্তির নীড়, সেই পবিত্র চত্বর  মসজিদে হারাম/ বায়তুল্লাহর চত্বর। আল্লাহ তা'লা বলেছেন সেখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। তাই মুমিনের ব্যাকুল মন বাড়ে বাড়ে ফিরে যায় কা'বার চত্বরে। তাইতো হজ রেজিস্ট্রেশনের প্রথমদিনেই সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী। খবর আরব নিউজ’র। 

মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বলা হয়, আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। তবে হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রাধিকার সুবিধা নেই।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, করোনার কারণে এবার অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন। এক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল