মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ১ ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানি।

 প্রকাশিত: ১৪:১৪, ১৬ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানি।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্সের একটি স্থাপনায় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে শহরটির মীরাবেল রোডে এই হামলার ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলা চালানোর পর হামলাকারী ব্যক্তি নিজেও নিহত হন।

পুলিশ কর্মকর্তা জেনিয়া কুক বলেছেন, বন্দুকের গুলিতে আহত হয়েছেন এমন একাধিক লোককে আমরা পেয়েছি। এখানে আরো অনেকে ছিল যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফেডএক্সের এক মুখপাত্র বলেছেন, ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরের নিকটে তাদের স্থাপনায় বন্দুক হামলা সম্পর্কে সংস্থাটি অবগত।

অনলাইন নিউজ পোর্টাল