শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট

 প্রকাশিত: ১০:৩২, ১৬ জানুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট

জাপানে দুটি বিরোধী দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করতে একত্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য আকস্মিক নির্বাচনে দোদুল্যমান ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাইচি বর্তমানে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। এতে তার নেতৃত্বাধীন জোটের জন্য সংসদের শক্তিশালী নিম্নকক্ষে অল্প সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

তবে, বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপি)-এর নেতা ইঙ্গিত দিয়েছেন, নতুন এই জোট তাকাইচির জন্য ক্ষমতায় থাকা সহজ করবে না।

সিডিপি প্রধান ইয়োশিহিকো নোদা বলেন, আমরা যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন জোট গঠনে সম্মত হয়েছি।

নোদা সাংবাদিকদের জানান, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে-আগামী মাসেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এ নির্বাচনে সিডিপি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক জোটসঙ্গী কোমেইতোকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি বলেন, বিরোধী দলগুলো তাকাইচির ডানপন্থি জোটের বিরুদ্ধে একটি ‘মধ্যপন্থি’ পাল্টা জোট গঠনে সম্মত হয়েছে।

এর আগে বুধবার তাকাইচির দল ও এর সহযোগী জাপান ইনোভেশন পার্টির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন শুরু হওয়ার পরপরই ভোটের ডাক দেওয়ার সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়েছে।