ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থান: আসিফ নজরুল
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত আগ্রহের সাথে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা শ্রীলঙ্কাতেই খেলতে চাই, এবং এটি আয়োজন করা অসম্ভব নয়, আমরা দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি।’
নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইসিসির একটি টিম বাংলাদেশে আসতে পারে এবং এ বিষয়ে আলোচনা হবে।
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘এ মুহূর্তে আমাদের বিশ্বকে একটি বার্তা দেওয়া প্রয়োজন-আমরা একটি ঐক্যবদ্ধ জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সমর্থক সবাই জাতীয় মর্যাদার প্রশ্নে এক। এমন সময়ে দায়িত্বশীল একজন ব্যক্তির পক্ষ থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং এটি বোধগম্য নয়।’
নাজমুল ইসলামের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘চরম দায়িত্বহীন’ হিসেবে আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ‘বোর্ড অবশ্যই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।