বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাদি হত্যা: ডিবি পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ, বাদীর নারাজি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

শিক্ষা

জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবির ১৫৩ শিক্ষার্থী

 প্রকাশিত: ১৫:৪৬, ১৫ জানুয়ারি ২০২৬

জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবির ১৫৩ শিক্ষার্থী

চলতি অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র ১৫৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে। 

আজ বেলা ১১ টায় দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরে ‘খাদ্য ও কৃষি’, ‘জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান’ এবং ‘ভৌত বিজ্ঞান’ এই ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান করা হয়। এ বছর মাস্টার্স পর্যায়ে ১৫২ জন এবং অণুজীব বিজ্ঞানে পিএইচডির জন্য ১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

গতকাল ১৪ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে হাবিপ্রবি কর্তৃপক্ষকে  এসব তথ্য জানানো হয়। 

ফেলোশিপের জন্য খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌত-বিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন, এবং জীব-বিজ্ঞান ও চিকিৎসা-বিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

সব ক্যাটাগরি মিলিয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কৃষি অনুষদের। এ ছাড়াও ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান থেকে ৪ জন, রসায়ন থেকে ৪ জন, পদার্থ-বিজ্ঞান থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, গবেষণায় ব্যয়ের জন্য মাস্টার্স পর্যায়ে ফেলোশিপ প্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা এবং পিএইচডির জন্য নির্বাচিত ১ জন ৩ লক্ষ টাকা বরাদ্দ পাবেন।

সূত্রটি জানায়, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি-বিজ্ঞান এই ৩টি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। ৪ ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে চলতি অর্থ বছরে হাবিপ্রবির ১৫৩ জন শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষার্থীরা খুব শীঘ্রই ফেলোশিপের সুবিধা পেতে যাচ্ছেন বলে সূত্রটি জানায়