বুধবার ১৯ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বাজেট কফি চেইন এলএপিকে ঘিরে বিতর্ক, বার্লিনে ক্ষোভ-প্রতিবাদ ট্রাম্পের সঙ্গে `মুখোমুখি` আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ: হামাস জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন মাসে গড়ে ঢাকায় ২০ হত্যা: পুলিশ নির্বাচন `উৎসবমুখর` করতে তথ্যচিত্র বানাবে সরকার: অর্থ উপদেষ্টা স্ত্রী-কন্যাসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ মহীউদ্দীন খান আলমগীর ও স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রলেন ১৭০ বাংলা‌দে‌শি আগামী সপ্তাহ থেকে ক্রমশ তাপমাত্রা কমবে হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর দণ্ডিত আসামির বক্তব্য প্রচার নয়: এনসিএসএ ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন

আন্তর্জাতিক

`অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

 আপডেট: ১০:৫২, ১২ ডিসেম্বর ২০২৪

`অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ।

গতকাল বুধবার নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে বিশেষ এই অভিযান। 

এর আগে গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বাসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।