শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের ৯৫ শতাংশ কর্মীর ভ্যাকসিন গ্রহণ

 প্রকাশিত: ১৮:১০, ২৩ নভেম্বর ২০২১

যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের  ৯৫ শতাংশ কর্মীর ভ্যাকসিন গ্রহণ

হোয়ইট  হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের  ৯৫ শতাংশ কর্মী কোভিড ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা প্রতিপালন করেছেন। এ নির্দেশ মানার ব্যাপারে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল তার আগেই তারা তা সম্পন্ন করেন।

সোমবার মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, টিকা গ্রহণের নির্দেশনা পালন করা ৯৫ শতাংশের ৯০ শতাংশ করোনাভাইরাসের অন্ততপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। তিনি বলেন, অপর পাঁচ শতাংশ ছাড় পেয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া টিকা গ্রহণের নির্দেশ প্রতিপালনের সময়সীমা সোমবার মধ্যরাত পর্যন্ত।

অনলাইন নিউজ পোর্টাল