সোমবার ২৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সারা বিশ্বজুড়ে করোনায় দৈনিক সংক্রমণ ও প্রাণহানি বেড়েই চলেছে

 প্রকাশিত: ১০:১১, ৭ অক্টোবর ২০২১

সারা বিশ্বজুড়ে করোনায় দৈনিক সংক্রমণ ও প্রাণহানি বেড়েই চলেছে

সারা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায়  আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ। এতে একদিনের হিসাবে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৪০ হাজার ৩১২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৫৫২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২০২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৯১০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২০ হাজার ৪০৭ জনের।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: