শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬, মাঘ ১৭ ১৪৩২, ১১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

টোকিওর ব্যস্ত সড়কে বিরল ডাকাতি, নগদ ২৭ লাখ ডলার লুট চীনের সঙ্গে চুক্তিকে যুক্তরাজ্যের জন্য ‘বিপজ্জনক’ বললেন ট্রাম্প। গালফস্ট্রিম বিরোধে কানাডীয় বিমানের স্বীকৃতি বাতিলের হুমকি ট্রাম্পের গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই: তারেক রহমান জামায়াতে ইসলামীর নারী সমাবেশ স্থগিত বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া: পশ্চিমবঙ্গকে জমি ছাড়ার আদেশ আদালতের শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার আমের জন্য হিমাগার হবে: রাজশাহীতে তারেক আগে একাত্তর নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল তারা কেন আগে থেকেই লাঠিসোঁটা জড়ো করল: শেরপুরের সংঘাত নিয়ে বিএনপি হাদি হত্যা: ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ নির্বাচন: রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস শেরপুরের ঘটনায় উদ্বেগ, সংযমের আহ্বান অন্তর্বর্তী সরকারের শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু: থমথমে ঝিনাইগাতী-শ্রীবরদী জামায়াতের আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান: প্রধান উপদেষ্টা ভোটের পোস্টার মুদ্রণ নয়: ছাপাখানাকে ইসি সোনা-রুপার দামে টানা রেকর্ড, ভরিতে বাড়ল ১৬ হাজার

শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের চার শিক্ষাক্রমের বর্ষপঞ্জি প্রকাশ

 প্রকাশিত: ১৮:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের চার শিক্ষাক্রমের বর্ষপঞ্জি প্রকাশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৬ সালের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্টি এবং লাইভস্টক শিক্ষাক্রমের নতুন বর্ষপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে সেশন জটমুক্ত শিক্ষাদান নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শিক্ষাপঞ্জি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি থেকে ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের নিয়মিত ক্লাস শুরু হবে। আর ১ সেপ্টেম্বর থেকে ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস শুরু হবে। ২০২৬-২৭ সেশনের ১ম পর্বের ক্লাস সম্ভাব্য ১৫ সেপ্টেম্বর শুরু হবে।

বর্ষপঞ্জি অনুযায়ী, ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সমাপনী পরীক্ষা ২৮ জুন শুরু হবে। ১ম, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পরীক্ষা শুরু হবে ৩ জানুয়ারি ২০২৭।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার ফরম পূরণ শুরু হবে যথাক্রমে ২১ মে এবং ১৯ নভেম্বর (সম্ভাব্য)।

ছুটি ও কর্মদিবস বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালে মোট ২২৬ দিন কার্যদিবস এবং ১৩৯ দিন ছুটি থাকবে। উল্লেখযোগ্য ছুটির মধ্যে রমজান ও ঈদ-উল-ফিতর (১৭-২৬ মার্চ), ঈদ-উল-আযহা (২২-৩১ মে) এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ অন্তর্ভুক্ত রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে,

১. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে।

২. পরবর্তী পর্বের ক্লাস শুরুর আগে শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং ল্যাব/ফিল্ড ল্যাব প্রস্তুত করার জন্য বিশেষ সময় (প্রিপারেশন পিরিয়ড) বরাদ্দ রাখা হয়েছে।

৩. সকল প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে।

৪. ১ম পর্বের সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।