চীনের সঙ্গে চুক্তিকে যুক্তরাজ্যের জন্য ‘বিপজ্জনক’ বললেন ট্রাম্প।
চীনের সঙ্গে চুক্তি করা যুক্তরাজ্যের জন্য ‘খুবই বিপজ্জনক’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পকে নির্মিত একটি তথ্য চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনা নেতা সি জিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য বেইজিং সফরে রয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের সঙ্গে ব্রিটেনের ‘ব্যবসায়িক সম্পর্ক’ বৃদ্ধির বিষয়ে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা করা তাদের জন্য খুবই বিপজ্জনক।’
গত ২০১৮ সালের পর প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের বেইজিংয়ে এ সফর করছেন।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের দীর্ঘদিনের শীতল সম্পর্ক পুনঃস্থাপনের একটি বড় প্রচেষ্টা, আর এই প্রচেষ্টা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরি আচরণ ও অপ্রত্যাশিত চাপের মুখে, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা নেতারাও তাদের নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকে ঝুঁকছেন।
গতকাল বৃহস্পতিবার, স্টারমার সি ও অন্যান্য চীনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও জানুয়ারির মাঝামাঝি সময় চীন সফর করেন এবং দেশটির সঙ্গে বাণিজ্য ও পর্যটন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেন।
এরপর, ট্রাম্প হুমকি দেন যে কার্নি যদি বেইজিংয়ের সঙ্গে আরও চুক্তি করেন, তবে কানাডিয়ান পণ্য আমদানিতে শতভাগ শুল্ক আরোপ করা হবে। পরে এই হুমকিকে কানাডিয়ান প্রধানমন্ত্রী আলোচনার কৌশল হিসেবে উড়িয়ে দেন।
বৃহস্পতিবার ব্রিটেন সম্পর্কে মন্তব্য করার পর ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, চীনের সঙ্গে ব্যবসায় জড়ানো কানাডার জন্য আরও বিপজ্জনক।
তিনি বলেন, ‘কানাডার অবস্থা ভালো নয়। তারা খুব বাজে অবস্থায় আছে এবং সমাধান হিসেবে চীনের ওপর ভরসা করা ঠিক নয়।’