বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, মাঘ ১৬ ১৪৩২, ১০ শা'বান ১৪৪৭

জাতীয়

ভোটের পোস্টার মুদ্রণ নয়: ছাপাখানাকে ইসি

 প্রকাশিত: ১৩:৩৬, ২৯ জানুয়ারি ২০২৬

ভোটের পোস্টার মুদ্রণ নয়: ছাপাখানাকে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কোনো পোস্টার মুদ্রণ না করতে সারাদেশের ছাপাখানাগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন নির্বাচন কমিশের উপ-সচিব মনির হোসেন।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

এ পরিস্থিতিতে কোনো প্রার্থী যাতে পোস্টার না ব্যবহার করেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে ছাপাখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছে ইসি।

এবার ভোটের প্রচারে সাদা কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ রয়েছে। তবে এগুলো নির্ধারিত মাপের মধ্যে হতে হবে।