বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া: পশ্চিমবঙ্গকে জমি ছাড়ার আদেশ আদালতের
বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি বরাদ্দ দিতে পশ্চিমবঙ্গ সরকারকে আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার কলকাতার হাই কোর্ট এ আদেশ দেয় বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘নিউজঅনএয়ারের’ খবরে বলা হয়েছে।
আদালতের আদেশের বরাতে খবরে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপনে নয়টি সীমান্ত জেলার জমি বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে।
প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত বলেছে, কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে যেসব জমি অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়ে গেছে, সেসব জমি অবিলম্বে হস্তান্তর করতে হবে।
এক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশনের’ (এসআইআর) মতো কোনো ‘অজুহাত’ গ্রহণযোগ্য হবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুব্রত সাহার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের এসব আদেশ এল।
মামলায় তিনি অভিযোগ করেন, জমি হস্তান্তরে রাজ্য সরকারের গাফিলতির ফলে অবৈধ পাচার ও অনুপ্রবেশ সহজ হয়েছে।
রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয়েছে, মার্চের নির্ধারিত সময়সীমার মধ্যে তারা ১৮১ কিলোমিটার এলাকার জমি হস্তান্তর করতে পারবে।
কিন্তু আদালতের নজরে সেই সব জমিও রয়েছে, যেগুলো এখনও রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন পায়নি।
নিরাপত্তাসংক্রান্ত গুরুত্ব বিবেচনায় সীমান্ত এলাকার জমি জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা যায় কিনা, সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২ এপ্রিল।
বিএসএফের কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে প্রায় উত্তেজনা তৈরি হয়, যেটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বেড়ে গেছে। গত দেড় বছরে সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।