মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ৩০ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

চুয়াডাঙ্গায় সেই অভিযানে যাওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি মোবাইল আমদানিতে শুল্ক কমল, দামি স্মার্টফোনে ৫৫০০ টাকা কমার আশা টেকনাফে গুলিবিদ্ধ শিশু: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, রূপন্তীর মামলার রায় ২ ফেব্রুয়ারি দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু, প্রধান উপদেষ্টার উদ্বোধন কিশোরগঞ্জ-২: রঞ্জন জামায়াতে, ছেলে খেলাফতে, মুক্তিযোদ্ধা ভাই স্বতন্ত্র শাবিতে নির্বাচন হবে? রাতভর বিক্ষোভ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প ট্রাম্প প্রশাসন এখনও ইরানের ওপর হামলার কথা বিবেচনা করছে ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্বে তালেবান কূটনীতিক যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে: ট্রাম্প ১১৬ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার

শিক্ষা

ঢাবিতে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব উদযাপন

 প্রকাশিত: ১৫:১৬, ১৩ জানুয়ারি ২০২৬

ঢাবিতে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দ ভাস্কর্য পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, মাল্যদান, বিশেষ প্রার্থনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬৩তম জন্মোৎসব উদযাপিত হয়েছে। 

বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জগন্নাথ হলের রবীন্দ্রভবন মিলনায়তনে তার জীবন-দর্শনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ  বলেন,  স্বামী বিবেকানন্দের জীবন-দর্শনের অন্যতম দিক হলো আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য। তার দর্শন চর্চার মাধ্যমে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করা সম্ভব। 

সামাজিক বৈষম্যের অবসান এবং সততা ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এলক্ষ্যে সবাইকে প্রকৃত মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক ড. পরিতোষ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিমুল হালদার, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিঠুন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বিবেকানন্দ বৃত্তি দেওয়া হয়। এছাড়া, বার্ষিক মুখপত্র ‘জ্ঞানদীপ’র মোড়ক উন্মোচন এবং বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষার্থী ও জগন্নাথ হলের কর্মচারী পরিবারের সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।