হুজাইফার মাথার খুলি খুলে রাখা হয়েছে, নেওয়া হবে ঢাকায়
টেকনাফের মিয়ানমার সীমান্তের কাছে গুলিবিদ্ধ ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হুজাইফার শারীরিক অবস্থা আগের মতই সংকটাপন্ন। আজ মেডিকেল বোর্ডের বৈঠক ছিল। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।”
হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তার চাচা শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওকে প্রশাসনের সহায়তায় ঢাকায় নিয়ে যাব। আমাদের সাথে বিজিবি সদস্য এবং একজন ডাক্তার যাবে।”
হুজাইফা কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় সে।
টেকনাফ থেকে বিকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করলেও গুলি বের করতে পারেননি।