ইসলামবাগে প্লাস্টিকের গুদামে আগুন
পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে।
বুধবার দুপুর দেড়টায় ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে, আরো তিনটি ইউনিট যাচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমাদের টিম সেখানে গেছে পরিস্থিতি বুঝে পরে জানানো হবে।”
সোশাল মিডিয়ায় আসা ছবি ও ভিডিওতে অনেক দূর থেকে ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে।