মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

জাতীয়

জিয়ার সমাধিস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৯:০৪, ৩০ ডিসেম্বর ২০২৫

জিয়ার সমাধিস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তে, ওই সমাধিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে, সে জায়গাটি ঘুরে দেখেন। তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎সমাধিস্থলে জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানকার ‎সবাইকে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।

জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর রাষ্ট্রীয় অতিথি ভবনটির সামনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন জানিয়ে আসিফ নজরুল বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

“জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।”

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।