খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন শায়খে চরমোনাই
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরাসরি উপস্থিত হয়ে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন।
দলের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করতে আজ ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
এর আগে আজ দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন শায়খে চরমোনাই। তবে খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এছাড়া দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন।