খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদদের পক্ষ থেকে শ্রদ্ধা ও শোকবার্তা জানানো হয়েছে।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং মানবতার পক্ষে এক অক্লান্ত কণ্ঠ ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি যে সংগ্রাম ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁর মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্থায়ী কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানায়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
বিসিবি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে যে, ‘দেশের ক্রিকেটে এগিয়ে চলায় তার প্রতিনিয়ত আশীর্বাদ ও শুভ কামনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে বোর্ড।’
বোর্ড আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের ক্রিকেটের উন্নতিতে অসাধারণ সমর্থন ও ক্রিকেট অবকাঠামোর উন্নতিতে এবং দেশব্যাপী খেলাধুলার উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন খালেদা জিয়া।
বিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, এজন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
বিওএ-এর শোকবার্তায় বলা হয়, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের রাজনীতির এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান ও ত্যাগের জন্য তিনি বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী থাকাকালে বিওএ-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বেগম খালেদা জিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেশের ক্রীড়ার উন্নয়ন এবং বিওএ-এর কার্যক্রম পরিচালনায় উৎসাহ ও প্রেরণা জুগিয়েছে। অসাধারণ নেতৃত্ব ও গুণাবলির জন্য তিনি বিওএ-এর প্রতিটি সদস্য ও কর্মকর্তার হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় বলা হয়, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেত্রী এবং জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
বিটিএফ এক শোকবার্তায় জানায়, তিনি বাংলাদেশের রাজনীতির একজন দৃঢ় ও প্রভাবশালী নেত্রী ছিলেন। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেত্রীকে হারাল।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী কমিটিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ উশু ফেডারেশন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
শোকবার্তায় ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা, বিচারক, কোচ, খেলোয়াড় ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নির্বাহী কমিটি, কর্মকর্তা, কর্মচারী, খেলোয়াড়, কোচ ও রেফারিরা পৃথক এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
বাংলাদেশ কারাতে ফেডারেশন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক - জাতির জন্য এক আলোকবর্তিকা। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি, কর্মকর্তা, কোচ এবং খেলোয়াড়বৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
শোকবার্তায় বলা হয়, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক চর্চা ও জনজীবনে তাঁর দীর্ঘ ও বহুমাত্রিক অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়েছে।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্লাব এবং ক্রীড়াবিদরাও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফে ও বিসিবি তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় আজকের সব ম্যাচ স্থগিত করেছে।
এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আগামী ৪ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা স্থগিত করেছে।