খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বোর্ডের আওতাধীন সকল ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজকের সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ম্যাচের সূচি পরবর্তীতে জানানো হবে।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে আজকের নির্ধারিত বিপিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো বাতিল করা হয়েছে এবং ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।’
একই সাথে, ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটি (সিসিডিএম) ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫-২৬ মৌসুম) নয়টি ম্যাচ স্থগিত করেছে।
সিসিডিএম এক বিবৃতিতে বলেছে, ‘স্থগিত হওয়া ম্যাচগুলি নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে এবং সংশোধিত সূচী যথাসময়ে জানানো হবে। শোকের এই সময়ে, আমরা আমাদের গভীর সমবেদনা জানাই।’