মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

জাতীয়

খালেদার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ১৯:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে চলতি বছরের ২৪ অগাস্ট দুদিনের ঢাকা সফরের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছিলেন।

তখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইসহাক দার। তারা সেসময় পৌনে এক ঘণ্টা কথা বলেন।