মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

জাতীয়

খালেদাকে শেষ শ্রদ্ধা জানাবেন জয়শঙ্কর

 প্রকাশিত: ১৯:০০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদাকে শেষ শ্রদ্ধা জানাবেন জয়শঙ্কর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংবাদ বিজ্ঞপ্তিতে তার ঢাকা সফরে আসার তথ্য দিয়েছে।

এতে বলা হয়, “ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।”

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।