মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

জাতীয়

খালেদা জিয়ার তিন আসনে ভোটের কার্যক্রম চলবে: ইসি

 প্রকাশিত: ১৫:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার তিন আসনে ভোটের কার্যক্রম চলবে: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মৃত্যুতে সেসব আসনে ভোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নাপত্র জমা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে, যা ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

এই তিন আসনে খালেদা জিয়ার জন্য যেমন মনোনয়নপত্র দেওয়া হয়েছে, তেমনি তার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রত্যেক আসনে একজন বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে বিএনপির তরফে জানানো হয়েছিল।

মনোনয়নপত্র বাছাইয়ের আগেই সোমবার ভোর ৬টায় মারা যান বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া। বাছাইয়ের সময় সব ঠিক থাকলে মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা; আইন-বিধি অনুযায়ী ত্রুটি পেলে মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে; এরপর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে বৈধ প্রার্থীদের তালিকা করা হয়। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার।

বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনতফসিল করার বিধান রয়েছে। তবে বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় নির্বাচন বন্ধ হবে না বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, “বাছাইয়ের আগে মৃত্যু হওয়ায় উনার মনোনয়নপত্র বাছাইয়ে স্থগিত থাকবে। এ আসনে একাধিক প্রার্থী রয়েছে দলের, তাদের মনোনয়নপত্র রয়েছে। এখনও প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বগুড়া-৭ আসনে নির্বাচন কার্যক্রমে প্রভাব পড়বে না, ভোটের কাজ চলবে।”

বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যক্রম বাতিল করে ইসিকে অবহিত করার বিধান রয়েছে।

তৌফিকুর রহমান বলেন, “আইন-বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য নিয়ে মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। ৪ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে।”

ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক বলেন, “ভোটের কার্যক্রম চলবে। ফেনী-১ আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। দলীয় একাধিক মনোনয়নপত্র থাকায় আরপিও অনুযায়ী একজন প্রার্থীকে চূড়ান্ত করা হবে। জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যোগ্যতা-অযোগ্যতার তথ্য যাচাই করে রাখা হচ্ছে, প্রার্থীদের উপস্থিতিতে ফেনীর তিনটি আসনের মনোনয়নপত্রের সিদ্ধান্ত ৪ জানুয়ারি ঘোষণা করা হবে।”

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, “এখানে নির্বাচন কার্যক্রমে কোনো সমস্যা নেই। মনোনয়নপত্র বাছাইয়ের কাজগুলো চলছে।”