বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীবাসীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দিতে থাকেন।
শিক্ষানগরী রাজশাহী, আশপাশের উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দল-মত নির্বিশেষে সবাইকে শোক প্রকাশ করতে দেখা গেছে। সবার পোস্টেই আপসহীন দেশনেত্রীর মহাপ্রয়াণের কথা উঠে এসেছে। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বড় এক রাজনৈতিক দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসলে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, গণতন্ত্রের মানস কন্যা, আপসহীন দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো। এটি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ এক দেশ প্রেমিককে হারালো। তিনি সারা জীবন দেশ এবং দেশের মানুষের পক্ষে কথা বলেছেন। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকে কাতর। আমরা বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই এটি ভাবতে পারছি না আমরা। রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ কখনোই হবে না। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশে এক দেশ প্রেমিক নেত্রীকে হারালো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
শুধু বিএনপি নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা ও অপূর্ণ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর আগে থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।