রাত থেকে সকাল পর্যন্ত ৫ গাড়িতে আগুন, হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ ও ধামরাই এলাকায় বাস, ট্রাক ও লেগুনায় আগুন দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাড়িতে আগুন দেওয়া ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন।
এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লিমা খানম।
তিনি বলেন, মোহাম্মদপুরের বাবর রোডে এদিন ভোর ৬টায় একটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে রাত দেড়টার দিকে একটি বাসে, দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়ায় রাত ১০টার পরে একটি লেগুনায় এবং রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দুলিভিটায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
বনানী থানার পুলিশ বলছে, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কাছে এই ঘটনার কোনো তথ্য নেই।
এছাড়া মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে এবং আমতলী মোড়ে ককটেলের বিস্ফোরণের তথ্য দিয়ে বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ওই এলাকায় পরিত্যক্ত একটি বাসে আগুন দেওয়া হলেও, সেই আগুন বেশি ছড়ায়নি।
তিনমাস ধরে বাসটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন ওসি সরোয়ার।
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে রোববার ও সোমবার ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
তাদের এ কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির পাশাপাশি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এর মধ্যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।