শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

 প্রকাশিত: ১৫:৫৫, ১৫ জানুয়ারি ২০২৬

সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?
  1. অজুর একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো মোজার ওপর মাসাহ। আধুনিক সময়ে সুতার বা কাপড়ের মোজা ব্যবহারের ব্যাপকতা বেড়ে যাওয়ায় অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে—এসব মোজার ওপর মাসাহ করলে অজু শুদ্ধ হবে কি না। ফিকহে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরিষ্কার বিধান রয়েছে।

    কোন মোজার ওপর মাসাহ জায়েজ

    হানাফি ফিকহ অনুযায়ী মূলত তিন ধরনের মোজার ওপর মাসাহ করা বৈধ—

  2. খুফফাইন: সম্পূর্ণ চামড়ার তৈরি মোজা।

  3. মুজাল্লাদাইন: উপরে ও নিচে—উভয় অংশে চামড়া যুক্ত মোজা।

  4. মুনাআলাইন: কেবল তলার অংশে চামড়া যুক্ত মোজা।

এছাড়া চামড়া ছাড়া হলেও কোনো মোজা যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে, তবে তাতেও মাসাহ করা জায়েজ হতে পারে।

জায়েজ হওয়ার শর্তসমূহ

ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, মোজার ওপর মাসাহ সহীহ হওয়ার জন্য নিম্নের শর্তগুলো অবশ্যই থাকতে হবে—

  • মোজা এতটা মোটা হবে যে, তার ওপর পানি ঢাললে ভেতরে চুইয়ে পা পর্যন্ত পৌঁছাবে না।

  • জুতা ছাড়াই তা পরে কমপক্ষে তিন মাইল হাঁটা সম্ভব হবে এবং হাঁটতে গিয়ে ছিঁড়ে যাবে না।

  • কোনো দড়ি বা ইলাস্টিক ছাড়া নিজ শক্তিতেই পায়ের নলার ওপর দাঁড়িয়ে থাকবে

  • মোজা পাতলা বা স্বচ্ছ হবে না; উপর থেকে পা দেখা যাবে না।

প্রচলিত সুতার মোজার হুকুম

উপরোক্ত শর্তগুলোর আলোকে ফিকহবিদরা স্পষ্টভাবে বলেন—বর্তমানে প্রচলিত সাধারণ সুতার, কটন বা নাইলনের পাতলা মোজাগুলো সাধারণত এসব শর্ত পূরণ করে না। ফলে—

  • সাধারণ সুতার মোজার ওপর মাসাহ জায়েজ নয়

  • এ ধরনের মোজার ওপর মাসাহ করলে অজু শুদ্ধ হবে না

  • সেই অজু দিয়ে আদায় করা নামাজও শুদ্ধ হবে না

এ বিষয়ে চার মাযহাবের ইমামদের মধ্যেও মূলনীতিগতভাবে ঐক্যমত রয়েছে যে, পাতলা ও পানি প্রবেশযোগ্য মোজার ওপর মাসাহ গ্রহণযোগ্য নয়।

উপসংহার

সুতরাং শরঈ দৃষ্টিতে মাসাহ করতে হলে অবশ্যই খুফফাইন বা ফিকহে নির্ধারিত শর্তপূর্ণ মোজা ব্যবহার করতে হবে। কেবল সুবিধার জন্য বা প্রচলনের কারণে পাতলা সুতার মোজার ওপর মাসাহ করা শরীয়তসম্মত নয়। ইবাদতের সহীহতা নিশ্চিত করতে এ বিষয়ে সচেতন থাকা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য