চাঁদপুরে পাঁচ শতাধিক দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
জেলার মতলব দক্ষিণ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে এসব বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতেও দরিদ্র ও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের মজুমদার ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ্। এসময় তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজ ও রাষ্ট্রের ব্যাপক পরিবর্তন আনতে পারবে তোমাদের প্রতি সে বিশ্বাস আমি রাখি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. মাহমুদা আক্তার মেধাবীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য দেন, মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাভে’র প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার।
আমেরিকা প্রবাসীদের সংগঠন মজুমদার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করে। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করা হয়।
ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল এহসান মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. কাজী ফখরুল ইসলাম প্রমুখ।