রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২, ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং’: সিইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা

খেলা

সেঞ্চুরি না পাওয়ায় মোমিনুল-সাদমানদের মন খারাপ : আশরাফুল

 প্রকাশিত: ০৬:২০, ২৩ নভেম্বর ২০২৫

সেঞ্চুরি না পাওয়ায় মোমিনুল-সাদমানদের মন খারাপ : আশরাফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস সেঞ্চুরি করলেও, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার। মাহমুদুল হাসান জয় ৬০, সাদমান ইসলাম ৭৮ ও মোমিনুল হক ৮৭ রানে আউট হন। উইকেটে সেট হয়েও সেঞ্চুরি না পাওয়ায় মোমিনুল-সাদমানদের মন খারাপ বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘সবাই কিন্তু ভালো বলে আউট হয়েছে, এমন ভালো বলে আউট হলে কিছু বলার থাকে না। দলের সাথে থেকে যা বুঝেছি সবাই ভালো করার চেষ্টা করছে। ভাল খেলছে না, এরকম কিন্তু না। 

তারা কিন্তু তাদের উইকেটটা ছুঁড়েও আসছে না। এই দুই টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের ব্যাটাররা ভালো বলে আউট হয়েছে। আসলে অভিযোগ না করে আমাদের মনে হয় পজিটিভ কথা বলাই ভাল।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমাদের থেকে তাদেরই মন বেশি খারাপ। তারা যদি ১০০-২০০ করত তাদেরই রান বেশি হতো। অবশ্যই আমি আশা করি, আমরা পজিটিভ চিন্তা করব এবং সামনে বড়-বড় ইনিংস খেলবো।’

প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জয়, সাদমান ও মোমিনুল ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন মুশফিকু রহিম। প্রথম ইনিংসে ১০৬ রান করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৫৩ রান করেন মুশি। শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির ভাল সম্ভাবনা ছিল মুশফিকের। কিন্তু ইনিংস ঘোষণা দেওয়ায় সেই সুযোগ নষ্ট হয় মুশির। 

এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘ এটা দলগত খেলা, ব্যক্তিগত কিছু নিয়ে কেউ চিন্তা করে না। এমন একটা পরিস্থিতি ছিল যে, আমাদের ৫০০ রানের লিড হয়ে গিয়েছিল।আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০ উইকেট নিতে আমাদের হাতে ওভার ছিল। আপনি চাইলে আরও এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না, স্পিরিট অফ ক্রিকেটে থাকবে না বিষয়টা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, যেহেতু মোমিনুল সেঞ্চুরির কাছাকাছি আছে, তাকে সুযোগ দেওয়া হয়েছিল।’

টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। 

সাকিব আল হাসানকে টপকে ২৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার এখন তাইজুল। তাই তাইজুলের প্রশংসা করেছেন আশরাফুল।

তিনি বলেন, ‘তাইজুলকে অভিনন্দন, ২৪৯ উইকেট হয়েছে। তৃতীয় বোলার হিসেবে মেহেদি হাসান মিরাজ ২০৯ উইকেট শিকার করেছে। তাইজুল-মিরাজের সাথে কম্পিটিশন হবে, দু’জনই ডমিনেট করে খেলছে। শেষ আট-নয় বছর যদি আমরা দেখি টেস্ট ক্রিকেটে দু’জনই ডমিনেট করছে। দু’জনই বাংলাদেশের ভাল বোলার। 

পরের ১৮ টেস্টে তারা ভালো করবে বলে আশা থাকবে।’

এই সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় আরেক বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের। ঐ টেস্টে ৬ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। মিরপুর টেস্টেও এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মুরাদ। তাই মুরাদের প্রশংসা করেছেন আশরাফুল। 

তিনি বলেন, ‘এই সিরিজে হাসান মুরাদের অভিষেক হয়েছে। ঘয়োর ক্রিকেটে অনেকদিন ধরেই ভাল করছে সে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল বল করে যাচ্ছিলেন বলেই তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। আশা করব এটা সে ধরে রাখবে।’