রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২, ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প ভূমিকম্পে ফাটল ধরা ভবনে আবার কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং’: সিইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা

খেলা

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

 প্রকাশিত: ০৮:১৭, ২০ নভেম্বর ২০২৫

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। 

সেঞ্চুরির লক্ষ্য নিয়ে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মোমিনুল হক। তার মতে, ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে। আজ না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন। 

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ বা ২শ করার অভ্যাস তার আছে।’

তিনি আরও বলেন, ‘আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

৯৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ২১৪ বলে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। এরপর লিটন-মুশফিক যোগ করেন অবিচ্ছিন্ন ৯০ রান। প্রথম দিন শেষে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৯২ রান। 

প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানান মোমিনুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪শ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।’