সোমবার ১০ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক

ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭

 প্রকাশিত: ১১:০০, ৯ নভেম্বর ২০২৫

ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্যারানা রাজ্যে প্রবল বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে সৃষ্ট টর্নেডোতে ছয়জনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন রাজ্যটির গভর্নর।

শনিবার তিনি জানান, শুক্রবার রাতের এই টর্নেডোতে হিও বোনিটো দু ইগুয়াসু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরটির ঘরবাড়ির অর্ধেকের বেশি ছাদ ধসে পড়েছে, পাশাপাশি বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোতে ধসে পড়া কাঠামো ও উপড়ে পড়া গাছপালায় অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বৈদুতিক তার ছিঁড়ে পড়ায় বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিভিন্ন আঘাতে জখম হওয়া ৪৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিও বোনিটো দু ইগুয়াসুর নিকটবর্তী শহর গুয়ারাপুয়াভাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্যারানার আবহাওয়া ও পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, টর্নেডোর বাতাসের বেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যম এক্স এ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে লিখেছেন, “প্যারানার জনগণকে সহযোগিতা করা অব্যাহত রাখবো আমরা এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সরবরাহ করবো।”