সোমবার ১০ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক

সুদানে যুদ্ধবিরতি প্রস্তাবের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে, জাতিসংঘের আশঙ্কা

 প্রকাশিত: ১৩:৫৭, ৮ নভেম্বর ২০২৫

সুদানে যুদ্ধবিরতি প্রস্তাবের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে, জাতিসংঘের আশঙ্কা

সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান ভলকার তুর্ক বলেন, ‘পদক্ষেপগুলোর কোন শান্তিপূর্ণ প্রক্রিয়ার লক্ষণ নেই।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের পরিস্থিতি স্পষ্টভাবে আরও তীব্র সংঘর্ষের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। যা দীর্ঘকালীন যন্ত্রণার শিকার মানুষের জন্য আরো বিপদজনক হবে।’

বৃহস্পতিবার, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের উত্থাপিত যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে, সেনাবাহিনীর সমর্থিত সরকার এখনও মার্কিন নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি সাড়া দেয়নি এবং শুক্রবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী খার্তুমে বিস্ফোরণ ঘটে।

গত ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুধা সংকটের সৃষ্টি হয়েছে।

দুই সপ্তাহেরও কম সময় আগে, আরএসএফ দারফুরে সেনাবাহিনীর শেষ প্রধান ঘাঁটি এল-ফাশার শহর দখল করে, যার ফলে তারা দক্ষিণের কিছু অংশ ছাড়াও বিশাল পশ্চিম অঞ্চলের পাঁচটি রাজ্যের রাজধানীর নিয়ন্ত্রণ লাভ করে।

সেনাবাহিনী সুদানের উত্তর, পূর্ব এবং কেন্দ্রের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

এল-ফাশারের পতন ছিল একটি হিংস্র ঘটনা, যেখানে গণহত্যা, যৌন সহিংসতা এবং লুণ্ঠনের খবর আসে, যা আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা সৃষ্টি করে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণাগার বৃহস্পতিবার জানিয়েছে যে এই সপ্তাহের শুরুতে সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে আরএসএফ শহর থেকে বেসামরিক নাগরিকদের পালানোর একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে।

ইয়েলের এইচআরএল থেকে পাওয়া স্যাটেলাইট ছবিতে সন্দেহভাজন গণকবর দেখানোর পর ডক্টরস উইদাউট বর্ডার্স শুক্রবার সতর্ক করে দিয়েছে যে এল-ফাশারে আটকে থাকা লাখ লাখ মানুষের ভাগ্য অজানা।

জাতিসংঘের মতে, প্রায় ৭০ হাজার মানুষ এল-ফাশার থেকে কাছাকাছি শহরগুলোতে পালিয়ে গেছে, যেখানে আগে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ বসবাস করতো।

নবনির্বাচিত এমএসএফ সভাপতি জাভিদ আবদেলমোনেইম বলেন, ‘আমাদের প্রধান উদ্বেগের বিষয় হলো, যদিও আমরা প্রায় ৫ হাজার লোককে এল-ফাশার থেকে তাওয়িলার দিকে আসতে দেখেছি, আমরা জানি না বাকি লাখ লাখ লোক কোথায় গেছে।’ 

তেল সমৃদ্ধ কোর্দোফান অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ায় আরও নৃশংসতা সংঘটিত হওয়ার আশঙ্কাও রয়েছে।