শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার পুলিশ নামছে নতুন পোশাকে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন হত্যার দুদিন পর লাশ বাথরুমে নিয়ে ২৬ টুকরো করে শামিমা-জরেজ পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

অর্থনীতি

মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন

 প্রকাশিত: ১৮:৩৯, ৫ নভেম্বর ২০২৫

মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন

খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার মূল্য বাড়লেও খাদ্যপণ্যে মাসের ব্যবধানে দশমিক ৫৬ পয়েন্ট কমায় অক্টোবর মাসের সার্বিক মূল্যস্ফীতি কমে ৩৯ মাসের সর্বনিম্ন হয়েছে।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। এর আগে ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

অক্টোবরের মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায়, গত বছর অক্টোবর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের অক্টোবরে পেতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ১৭ পয়সা।

গত বছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

চলতি বছর সেপ্টেম্বরে মূলস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। সে হিসাবে অক্টোবরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে সামাণ্য উন্নতি দেখেছে দেশ।

বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যেখানে অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দশমিক ১৯ শতাংশ পয়েন্ট কমেছে।

এ বছর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। পরে অগাস্টে খানিকটা কমে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখে দেশ। সে সময় ৮ দশমিক ২৯ শতাংশে নেমে আসে মূল্যস্ফীতি। তারপর সেপ্টেম্বরে ফের মূল্যস্ফীতি বাড়ার তথ্য দিয়েছিল সরকার।

গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতির হার উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল।

এ বছর মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে নেমে আসার তথ্য দেয় বিবিএস। জুনে তা আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়।

কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। অগাস্ট থেকে মূল্যস্ফীতি উঠানামার মধ্যে থেকে রেকর্ড করলেও এখনও এই হার সরকারের লক্ষ্যমাত্রার অনেকটা উপরেই রয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, সেপ্টেম্বর মাসের ৭ দশমিক ৬৪ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি কমে অক্টোবরে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশে। অর্থাৎ, এ সময়ে দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট মূল্যস্ফীতি কমেছে এ খাতে।

সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবর মাসে তা বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে।

অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৮ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে অক্টোবর মাসে ৮ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।