শনিবার ০৮ নভেম্বর ২০২৫, কার্তিক ২৩ ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

শিক্ষা

প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

 প্রকাশিত: ১৩:১১, ৩ নভেম্বর ২০২৫

প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আজ (৩ নভেম্বর) সোমবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যেই শুরু করা হবে। তবে এ আশ্বাসে আন্দোলনকারীরা সম্পূর্ণ সন্তুষ্ট নন।

গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৯ অক্টোবর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন আছেন। ৩০ অক্টোবর বিকেলের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর ‘প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ’-এর ঘোষণা দেয় আন্দোলনকারী সংগঠন।

তবে যাত্রার সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আলোচনায় অংশ নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা জানায়নি। আশ্বাসের কাগজপত্র ও প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।