অনেকেই নিজের প্রিয় ও ঐতিহাসিক মুহূর্তের স্মারক নিলামে তুলছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের একটি ব্যাট নিলামে।তুলছেন এই ক্রিকেটার, যা দিয়ে বাংলাদেশের প্রথম শিরোপাজয়ের পথে মূল্যবান একটি ইনিংস খেলেছিলেন তিনি। করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ অনেকেই। এসকল মানুষের পাশে দাঁড়াতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন ক্রিকেটাররা। আমি এই ব্যাট দিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম। সেই ব্যাটটিই করোনার দুর্যোগে অসহায়দের পাশে এসে দাঁড়াতে নিলামে তুলেছেন মোসাদ্দেক। বিষয়টি নিশ্চিত করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, এই ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। এই ব্যাটসম্যান আরো লেখেন, এ ব্যাটের গল্প এখানেই শেষ নয়। তাই ব্যাটটা নিলামের সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য। করোনাকালীন সময়ে শুরু থেকেই অসহায়দের পাশে আছেন মোসাদ্দেক।