রোববার ০৬ জুলাই ২০২৫, আষাঢ় ২১ ১৪৩২, ১০ মুহররম ১৪৪৭

ব্রেকিং

সংখ্যানুপাতিক ব্যবস্থায়(পিআর) ‘ভবিষ্যৎ বিভক্তি’র শঙ্কা তারেক রহমানের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘাত বিস্তার: বিশ্লেষণ কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮ “ত্রাণ নিতে এলে গুলি করতাম”—গাজার ঘটনায় মুখ খুললেন ইসরায়েলি সেনারা তেহরানে ধ্বংসস্তূপে উদ্ধার চলছেই, মৃতের সংখ্যা ছাড়াল ৪৫০ ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে ইসরায়েলের টার্গেটে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ১৩ জুন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: ফখরুল রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হবে কাঁচের মতো স্বচ্ছ ঘর: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ঘোষিত সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন মণিপুরে আবার উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের চাপে ঢাকার ৪ থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ–ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি ২৫ কিলোমিটার যানজট, ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘ নিরাপত্তা গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় ৬০ রিসোর্ট বন্ধ নির্বাচন নিয়ে তরুণদের প্রতি অসত্য অভিযোগ ও বাস্তবতা ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক একুশের বন্ধুত্বে আগামীর পথচলা: বার্ষিক সম্মেলনে ২১তম বিসিএস প্রশাসন ফোরাম বিজিএমইএ`র নতুন নেতৃত্বে আসছেন বাবু, নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত জিলহজ মাসের আমল ও কোরবানির তাৎপর্য চট্টগ্রামে নারীকে লাথির ঘটনায় ভাইরাল আকাশ চৌধুরী বহিষ্কৃত, জামায়াতের বিবৃতি সংকট নিরসনে উদ্যোগ নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল পবিস শ্রমিকরা আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে ডিমের দাম এখনো চড়া, ডজন ১৩০–১৪০ টাকায় বিক্রি বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ হারের পর লিটনের মনোভাব - এখনো দুই ম্যাচ বাকি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে ডিএনএ টেস্ট করে নামফলক ও মর্যাদা চায় শহীদ পরিবারের সদস্যরা বেতন না পেয়ে ডাকাতি, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ তিনজন আটক “বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক “শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই”—হেফাজতের বিবৃতি মির্জা আব্বাস: “করিডর আর স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য” জিলহজ মাসের চাঁদ দেখে যে দোয়া পড়বেন নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

পর্যটন

দাওয়াত, তালীম ও সেবার অঙ্গনে ...

 প্রকাশিত: ১৬:২৩, ৬ জুলাই ২০২০

দাওয়াত, তালীম ও সেবার অঙ্গনে ...

পথ ছিল মোটামুটি দীর্ঘ। ঢাকা থেকে মাইক্রোবাসযোগে যেতে হবে নীলফামারী। একটি সেমিনারে অংশগ্রহণের প্রোগ্রাম। সকাল আটটার পর রওয়ানা হয়ে পথের জট-জটিলতা পার হয়ে দুপুরের শুরু ভাগে পৌঁছে যাই বগুড়ায়। দিনটি ছিল শুক্রবার। জুমার নামায পড়তে হবে-এ রকম নিয়্যত। সবার নিজস্ব আয়োজনে মাইক্রোর সুবিধা থাকায় আগেভাগেই না থেমে আমরা চলতে লাগলাম। প্রথম গন্তব্য রংপুর। জুমার সময় যদি পথেই হয়ে যায় তাহলে পথেই নেমে পড়বো। ঢাকা থেকে গেলে রংপুরের মুখ বলা যায় পীরগঞ্জকে। সেই পীরগঞ্জের একটি বাজারের ওপর দিয়ে যখন মাইক্রো ছুটে চলছিল তখনই দেখা গেল বড় রস্তার পাশে সুন্দর টিপটপ একটি মসজিদ। ঘড়ির কাটাও বলছিল, সামনের চিন্তা না করে নামাযের জন্য এখানেই নেমে পড়া উচিত। আরোহী ছিলাম পাঁচজন। সবাই নেমে পড়লাম। ওযু-ইস্তেঞ্জা সেরে যখন মসজিদে ঢুকলাম তখন ইকামত শুরু হয়ে গেছে। এরপর নামাযে ইমাম সাহেবের তেলাওয়াত শুরু হলে শংকিত হয়ে পড়লাম। শংকা ও সংশয় চেপে বসতে চাইল মনে, নামায কি ছেড়ে দিতে হবে? সব মুসল্লীর নামাযসহ আমাদের নামাযের অবস্থাও কি ‘কাহিল’ হয়ে যাবে? দুরু দুরু বুকে পুরো নামায শেষ হল। এ সফর-কাফেলায় ছিলেন ঢাকার একজন মুহাদ্দিস, লেখক। নামাযের পর কথা বলে জানলাম, তার হৃৎপিণ্ডের লাফালাফিও বেড়ে গিয়েছিল নামাযের মধ্যে।

মুসাফির হওয়ার সুবিধা থাকায় জামাতের পর দেরি না করে আবার মাইক্রোতে চেপে বসলাম সবাই। রংপুরে গিয়ে খানা খাবো এবং বিশ্রামের জন্য হোটেলে উঠবো। মাইক্রোতে উঠার আগমুহূর্তে অভ্যাসবশত পান কিনলাম, খেলাম ও নিয়ে নিলাম। এই পান কিনতে গিয়েই চট করে কয়েকটি বিষয় একসঙ্গে আমার খেয়াল হল। যে মসজিদটিতে আমরা জুমার নামায পড়েছি সেটি ওযু-ইস্তেঞ্জার পরিসরসহ একটি মাঝারি নির্মাণশৈলীর সুন্দর নিদর্শন। মসজিদটির অবস্থান একটি বাজারের পাশে। কিন্তু জনসমাগমের অবস্থানগত বিচারে সে মসজিদে জুমার জামাতে সমাগত মুসল্লীর সংখ্যাকে পর্যাপ্ত বলা যায় না। বারান্দার দু তিনটি কাতারের সব ক’টি পূর্ণ হয়নি। এ দেশের যে কোনো শহর-নগর কিংবা বাজার এলাকায় এ রকম চিত্র সাধারণত দেখা যায় না। দ্বিতীয় বিষয় হচ্ছে, নামাযের আগে ততটা লক্ষ্য না করলেও নামাযের পর পর বাজারের কোনায় একটি দোকান থেকে পান কিনতে গিয়ে দেখলাম, বাজারের বহু দোকানঘর তখনও খোলা। অর্থাৎ জুমার নামাযের সময় অধিকাংশ বিক্রেতা দোকান বন্ধ করে মসজিদে আসার জন্য প্রস্তুত হননি এবং বাজার জুড়ে ইতস্ত বিক্ষিপ্ত মানুষের পদচারণা ও মোটামুটি ভিড় দেখে বুঝা গেল, কেবল বিক্রেতা নয়, বাজারে আসা ক্রেতা, পাইকার ও ফড়িয়াদেরও বড় অংশটি মসজিদমুখো হননি। অতএব অন্যান্য দিনের নামাযের বিষয়টিও এখান থেকে বুঝা যাচ্ছে। তৃতীয় বিষয়টি আগেই উল্লেখ করা হয়েছে যে, এত সুন্দর একটি মসজিদে জুমার নামাযে যিনি ইমামতি করেন তার তেলাওয়াতের অবস্থা মারাত্মক সংকটাপন্ন। অবশ্য নামায শেষে ঘুরে দাঁড়িয়ে কিছু ঘোষণা দেওয়ার সময় তাকে দেখে তার অবয়ব ও বেশভূষায় চোখে বিঁধবার মতো কিছুই পাওয়া যায়নি।

ঘটনাটি এই দু’ হাজার নয়ের মার্চ-এপ্রিলের। ওই সফরে এবং পরবর্তীতে আরো খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেছে, দু’ তিনটি জেলা বাদ দিলে গোটা উত্তরবঙ্গের অবস্থাই এখন এ রকম যে, এ দেশের মুসলিম জনসাধারণের মাঝে নামায-রোযার সঙ্গে সম্পর্ক রাখার যে চিত্রটি দশ-পনের বছর আগেও দেখা যেত সেটি এখন সেখানে দ্রুত ধুসর হয়ে যাচ্ছে। বহু জায়গায় ইমামতি করার পর্যায় ও অবস্থানে থাকা লোকদের তেলাওয়াত পর্যন্ত সহীহ নেই। এ বিষয়ে ভাবনা হয়তো অনেকেরই রয়েছে, কিন্তু কার্যকর উদ্যোগেরও যে শূন্যতা রয়েছে তা তো বলার প্রয়োজন নেই। দুই . একই বিষয়ের অথচ ভিন্ন অঞ্চলের আরো ছোট্ট দু’টি অভিজ্ঞতার কথা তুলে ধরতে চাই। চার থেকে পাঁচ বছর আগের ঘটনা। নিছক ঘুরে ফিরে দেখা ও বেড়ানোর জন্যই গিয়েছিলাম নেত্রকোণার সুসং দুর্গাপুরের গারো পাহাড়ের একদম পাদদেশে। দুর্গাপুর শহর হয়ে সোমেশ্বরী নদী পার হয়ে গেলাম বিজয়পুরে। বিজয়পুর মোড়, সাদামাটির (সিরামিকের কাঁচামাল হিসেবে ব্যবহৃত) পাহাড়, গারোদের গুচ্ছগ্রাম, বিডিআর ক্যাম্প এবং টিলাটক্কর ও ফসলের ক্ষেতের ফাঁকে ফাঁকে নির্জনে দাঁড়িয়ে থাকা বাড়ি-ঘরের পাশে হেঁটে হেঁটে দিন কাটালাম। বিডিআর ক্যাম্পের ভেতরে তাদের নিজস্ব মসজিদে জোহর এবং ফিরে আসার সময় বিজয়পুর মোড়ের মসজিদে আসরের নামায পড়লাম। ওই অঞ্চলে গারোদের অবস্থানই প্রবল। তবুও মুসলিম অধিবাসীর সংখ্যা সেখানে কম নয়। গারোদের একান- নিজস্ব পরিমণ্ডলগুলোতে ‘খানাপিনা’ ও চালচলনে তাদের জীবনাচার ও সংস্কৃতির প্রাধান্য থাকাই হয়তো স্বাভাবিক। সেখানে সেটাই হয়। ধর্মীয় ক্ষেত্রে অবশ্য তাদের বড় অংশই এখন খৃষ্টান মিশনারীদের দ্বারা প্রভাবিত। সে অঞ্চলে দু’শ বছরেরও প্রাচীন ও সক্রিয় গির্জা রয়েছে বেশ কয়েকটি। খৃষ্টান মিশনারী কাজের সঙ্গে গভীর সংস্পর্শ রয়েছে-এমন দু একটি বিশেষায়িত এনজিওর কাজ সেখানে চোখে পড়ার মতো। ফিরে আসার সময় কর্মসূত্রে সেখানেই বসবাস করেন এমন এক আত্মীয়কে সে অঞ্চলের মুসলমানদের জীবনাচার নিয়ে বিভিন্ন প্রশ্ন করে যা জানতে পারলাম তা হচ্ছে, সেখানে মুসলিম যে ক’টি পরিবার বাস করে তাদের সীমিত একটি অংশ সাধারণ পর্যায়ের ‘ধর্মকর্ম’ নিয়ে চলেন কিছুটা অমুসলিম দেশে প্রবাসী মুসলিমদের মতো করে নিরীহ ও নির্বিরোধ কায়দায়। আর তাদের বড় একটি অংশই পারিবারিক সূত্র ও জন্ম-মৃত্যুর আনুষ্ঠানিকতা ছাড়া মুসলিম পরিচিতির তেমন কোনো চিত্র বহন করেন না। গারো উপজাতি অধ্যুষিত সীমান- অঞ্চলের শিথিল সমাজ কাঠামোর ‘সুবিধা’ তারা ‘খানাপিনা’, জীবন ও জীবিকার ক্ষেত্রগুলোতে দ্বিধাহীনভাবে ভোগ করে থাকে এবং এই ভোগাচারের পর্যায়গুলোতে আশপাশের সমতলের বখে যাওয়া বহু মুসলিম তরুণও অংশ নিয়ে থাকে। সেখানে তাদের ওপর প্রভাব বিস্তারি  সার্বক্ষণিক কোনো দাওয়াতী ও তালীমী তৎপরতার ব্যাবস্থার কথা জানতে পারিনি।

 চার. উত্তরবঙ্গে দ্বীনী দাওয়াত ও তালীমের চাহিদা এবং পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিল মাদরাসাসহ বগুড়া, রংপুর ও দিনাজপুর এলাকার সক্রিয় ও সমাজঘনিষ্ঠ কয়েকজন বিশিষ্ট আলেমের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরবঙ্গের এমন বহু নিভৃত অঞ্চল রয়েছে যেখানে দাওয়াত ও তাবলীগের সফর বিরামহীনভাবে অব্যাহত থাকা দরকার। যোগাযোগ ও অবস্থান সুবিধা-অসুবিধার নিরিখে সমস্যাসঙ্কুল হলেও সেসব স্থানে দাওয়াতী কাজের চাহিদা তীব্র। কালেমায়ে তাওহীদ শেখানো আর নামাযের সঙ্গে ন্যূনতম সম্পর্ক স্থাপনের আগ্রহ তৈরির জন্য সেসব স্থানে দাওয়াতী কাজ বিরামহীনভাবে না চালানো হলে বহু মানুষের ক্ষেত্রে মুসলিম পরিবারে জন্ম নিয়ে আবার মুসলিম গোরস্থানে দাফন হওয়া ছাড়া অন্য কোনো ইসলামী আমল বা আগ্রহের ঘটনা হয়তো ঘটবে না। প্রাথমিক দাওয়াতী মেহনতের পাশাপাশি উপেক্ষিত ও প্রান্তিক অঞ্চলের বহু জায়গায় দরকার জরুরি বুনিয়াদী দ্বীনী শিক্ষা ও কুরআন শরীফের সহীহ তেলাওয়াত শিক্ষাদানের ব্যবস্থা করা। এ ব্যবস্থাপনাটিও আবার দু’ভাবে করা যায়। এক. নিভৃত গ্রাম থেকে নিয়ে অবহেলিত অঞ্চলগুলোতে ইমামতের দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গের মাঝে। দুই. আমভাবে জনসাধারণ পর্যায়ে মসজিদভিত্তিক বুনিয়াদী দ্বীনী বিষয় ও সহীহ কুরআন শরীফ শিক্ষাদানের কোর্স করা। এ বিষয়ে সহীহ কুরআনী তালীমের বিস্তার নিয়ে কাজ করা সংস্থাগুলো সক্রিয় হলে অধিকতর ফায়েদা হবে বলে আশা ব্যক্ত করেছেন ওই অঞ্চলের কোনো কোনো আলেমেদ্বীন। তাদের মতে উপযুক্ত মুয়াল্লিমদের কাজে লাগানো এবং এ বিষয়ক সহস্র ক্ষেত্রে তাদেরকে নিয়মিত ও নিশ্চিন্ত খেদমতে নিয়োজিত করার ব্যবস্থাপনায় দাওয়াতী কাজে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসা বিত্তবান দাঈ মুসলিম ব্যক্তিবর্গ এগিয়ে এলে গৃহীত উদ্যোগ ও প্রোগ্রামকে দীর্ঘদিন পর্যন্ত সচল রাখার উপায় তৈরি হতে পারে। তা না হলে তাৎক্ষণিকভাবে আন্তরিক দরদ নিয়ে শুরু করে দেওয়ার পরও বহু তালীমী প্রোগ্রাম মাঝপথে থমকে যায়। উত্তররঙ্গের দু’জন আলেমেদ্বীন সে অঞ্চলে দাওয়াতুল হকের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। দাওয়াতুল হকের কাজ সেসব অঞ্চলে যারা অন্তর লাগানো মেহনত করে সমপ্রসারিত করার চেষ্টা করছেন তারাও সীমিত একটি আওতার বাইরে কাজটিকে ছড়িয়ে দেওয়ার পর্যায়ে যাননি। এর পেছনে সামর্থ ও সময়ের সীমাবদ্ধতা এবং নিজস্ব সূত্র ও ধারার আনুকূল্য রক্ষার বিষয়টিকেও কেউ কেউ বড় কারণ বলে উল্লেখ করেছেন। তারপরও দাওয়াতুল হকের কাজ শুরু হলে এবং সব পর্যায়ের মুরব্বীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেলে সেসব অঞ্চলের মুসলমানদের জীবনযাত্রার একটি উজ্জ্বল অবয়ব অল্প সময়ের মধ্যে সামনে চলে আসার সম্ভাবনা ব্যাপক।

উত্তরবঙ্গ ও গারোপাহাড় অধ্যুষিত সুসং দুর্গাপুর এবং ময়মনসিংহ শহরের নদীর পাড়ঘেঁষা মিশনারী তৎপরতার আওতাভুক্ত এলাকার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ইমাম সাহেব বেশ কিছু বাস্তব প্রেক্ষাপট ও উদাহরণ তুলে ধরে প্রতিটি অবহেলিত জনপদে দাওয়াতী ও তালীমী কাজের পাশাপাশি সেবামূলক নানা পদক্ষেপ ও প্রোগ্রাম গ্রহণের ওপর জোর দিয়েছেন। দ্বীনী গায়রত ও জযবা যাদের হৃদয়ে গ্রোথিত নয়, যারা পরিবারের ভেতর থেকেই দ্বীনী শিক্ষার আলো বা পরশ পাননি এবং কর্মজীবনে দ্বীনী কোনো পরিমণ্ডলের সঙ্গে যাদের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তাদের বড় অংশটিই এখন বিচিত্র কারণে দ্বীনদারিমুক্ত ও মিশনারী প্রভাবের বলয়ভুক্ত হয়ে যাচ্ছে। তাদের মাঝে দাওয়াতী ও তালীমী কাজের পাশাপাশি নগদ অর্থঋণ, অর্থ সহায়তা, চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণে ঋণ সহযোগিতা, প্রাথমিক শিক্ষা সহায়তাসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতা ও সচেতনতা সৃষ্টির কাজ করলে স্থায়ী ও ব্যাপক সুফলের আশা করা যায়।
দ্বীনী শিক্ষা গ্রহণ, বিস্তার ও দ্বীনী দাওয়াতের মেহনতের সঙ্গে সংযুক্তি নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অসীম সৌভাগ্য ও বরকতময় তাওফীকের বিষয়। যারা এসব কাজের সঙ্গে যুক্ত, কুরবানী, ইখলাস ও মেহনত তাদের জীবন-বৈশিষ্ট্য। তাদের বিপুল শ্রমের স্রোতের মাঝে এ লেখায় বর্ণিত কিছু কিছু বিষয় ও চিত্র এবং ব্যক্ত কিছু মতামতের প্রতি বিবেচনা খড়কুটোর মতোও ভাসমান বা দৃশ্যমান হলে জোর আশা করায় অতিশয়তা নেই যে, ইনশাআল্লাহ দাওয়াতী, তালীমী ও সেবার বহুমুখি প্রচেষ্টায় উম্মাহর এই অংশের সব ক’টি স্তর, পর্যায় ও অঙ্গনেও পবিত্রতা ও উজ্জ্বলতায় দ্যুতিময় হয়ে উঠবে। 

অনলাইন নিউজ পোর্টাল