রোববার ২১ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০১ রজব ১৪৪৭

ব্রেকিং

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়: সালাহউদ্দিন ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের দায় ইউক্রেন ও এর মিত্রদের : পুতিন পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

জাতীয়

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৫:০৮, ২১ ডিসেম্বর ২০২৫

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু

ঢাকার মগবাজারে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে ভাই-বোন।

শনিবার ওয়্যারলেস মোড়ের আবাসিক ভবন এসএইচএস টাওয়ার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রোববার তাদের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হচ্ছে—১৪ মাস বয়সী ইলহাম চৌধুরী ও তার বোন ১০ বছরের আফরিদা চৌধুরী। তাদের বাবার নাম মোসলেহ উদ্দিন চৌধুরী।

তাদের চাচার গাড়িচালক মো. সুজন মর্গে বলেন, জন্মদিন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেগুলোর কিছু অংশ শুক্রবার ফ্রিজ থেকে বের করে খেয়েছিল পরিবারটি। এরপরই তারা অসুস্থ হতে থাকে।

শনিবার সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

আফরিদার লাশ বাসায় নিয়ে আসতে না আসতেই তার ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আনা বাইরের খাবার খেয়ে শুক্রবার তারা অসুস্থ হয়ে পড়ে।

এসএইচএস টাওয়ারের নিচতলার ফ্রিজিং ভ্যান থেকে শিশু দুটির লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন হাতিরঝিল থানার এসআই সুমন মিয়া।

তিনি বলেন, পরিবার অন্য সদস্যরা জানিয়েছেন খাবার খেয়ে শিশুদের বাবা-মা ও শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে একটি শিশু মগবাজার কমিউনিটি হাসপাতালে এবং অন্যজন রাশমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।