ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যা্ওয়ার ঘটনায় তিন জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের ডুবুরি দল। এর আগে ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, “বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়।
“এতে ট্রাকটিসহ সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়।”
তিনি বলেন, “ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলেও স্টিয়ারিং এ বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে গেছে।”
এদিকে সাঁতরে ওঠার পর ওই ট্রাক চালক পালিয়ে যান বলে পুলিশ সুপার হাসিনুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, “ঘটনার সূত্রপাত নিশ্চিত হবার জন্য ট্রাক চালককে প্রয়োজন। দুর্ঘটনার পর সে সাঁতরে উঠতে পারলেও পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তাকে খুঁজছে পুলিশ।”