শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৫ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশ শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: প্রধান উপদেষ্টা ছায়ানটে হামলা `ফৌজদারী অপরাধ`, গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি: ফারুকী সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের ভেনিজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না: ট্রাম্প হাদির মৃত্যু: রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় হাদির লাশ আসবে সন্ধ্যায়, শনিবার মানিক মিয়ায় জানাজা হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ওসমান হাদিকে বাঁচানো গেল না সেনা সহযোগিতায় নেভানো হলো প্রথম আলো-ডেইলি স্টারের আগুন

পর্যটন

দেশে ওমান এয়ার পরিচালনার ৫ বছর পূর্তি উদযাপন

 আপডেট: ১৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৫

দেশে ওমান এয়ার পরিচালনার ৫ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশে টানা পাঁচ বছর সফলভাবে ফ্লাইট পরিচালনার মাইলফলক উদযাপন করেছে ওমান এয়ার। দক্ষিণ এশিয়ায় এয়ারলাইন্সটির ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে আকাশপথের সংযোগ আরো জোরদারে তাদের অঙ্গীকারেরই প্রতিফলন এই অর্জন।

এ উপলক্ষ্যে আজ রাজধানীর গুলশানে ওমান এয়ারের সিটি অফিসে কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন গ্যালাক্সি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ইউসুফ ওয়ালিদ। বাংলাদেশে ওমান এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে দায়িত্ব পালন করছে গ্যালাক্সি বাংলাদেশ।

অনুষ্ঠানে গ্যালাক্সি বাংলাদেশ-এর চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। এছাড়া জিএসএ’র কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অফিসের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওমান এয়ারের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় বাজার। তারা যাত্রী চাহিদার ধারাবাহিক বৃদ্ধি, বাণিজ্য শক্তিশালী করা ও শ্রম সংযোগ ঘটানো এবং মাস্কাট হয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ অন্যান্য গন্তব্যে ট্রানজিট ভ্রমণের প্রতি আগ্রহ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।

গত পাঁচ বছরে ওমান এয়ার বাংলাদেশি যাত্রীদের জন্য নির্ভরযোগ্য সেবা, প্রতিযোগিতামূলক সংযোগ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করেছে। পাশাপাশি স্থানীয় এভিয়েশন ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করেছে এয়ারলাইন্সটি।

ওমান সালতানাতের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার, যার প্রধান কার্যালয় মাস্কাটে অবস্থিত। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ এয়ারলাইন্সটি বর্তমানে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্যারিয়ার হিসেবে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপজুড়ে আধুনিক ওয়াইড-বডি ও ন্যারো-বডি উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

ওমানের পর্যটন ও অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওমান এয়ার, যা প্রিমিয়াম অনবোর্ড পণ্য, পুরস্কারপ্রাপ্ত সেবার মান এবং মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন সংযোগের সুবিধা প্রদান করে।