দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের আলোচনা সভা
জেলায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা শক্তিশালীকরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আজ দুপুর ১২ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলার সাংবাদিক, পরিবেশকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সুন্দরবন রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে একমত হন।
সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মো জাফর সালেহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মো. খলিলুর রহমান, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মো. মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, ফটো সাংবাদিক ও পরিবেশ কর্মি মো. আরিফুর রহমান।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের পরিবেশ রক্ষার প্রধান ঢাল। কিন্তু মানবসৃষ্ট নানামুখী হুমকি-যেমন অনিয়ন্ত্রিত পর্যটন, নৌযানের বর্জ্য, প্লাস্টিক দূষণ, বনসম্পদের অতিরিক্ত ব্যবহার এবং আশপাশের জনবসতির চাপ- এই ম্যানগ্রোভ বনের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ, নৌযানের বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা, পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করার উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেন তারা।
সভা শেষে প্লাস্টিক ও পলিথিন দূষণ বিরোধী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা পরিবেশ সাংবাদিক সম্মাননা -২০২৫ প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, পাথরঘাটার সিনিয়র সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি মো. সাইদুল ইসলাম মন্টু ও পাথরঘাটা আরটিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভ।