রোববার ২১ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০১ রজব ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের

 প্রকাশিত: ১১:৪৬, ২১ ডিসেম্বর ২০২৫

ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেল ট্যাঙ্কার ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড, শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি।

চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা ও দেশটির জলসীমায় প্রবেশ করতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল ট্যাঙ্কারগুলো ‘অবরোধ’ করার আদেশ দিয়েছেন।

ট্রাম্পের এই নির্দেশনার পর মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলা উপকূল থেকে এই তেল ট্যাঙ্কারটি জব্দ করল। এর আগে ১০ ডিসেম্বর একই উপকূল থেকে আরেকটি তেল ট্যাঙ্কার জব্দ করে মার্কিন কোস্টগার্ড।

বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলা তেল ট্যাঙ্কার জব্দের সর্বশেষ এই ঘটনার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কার জব্দের ঘটনাটিকে ‘চুরি ও অপহরণ’ বলে বর্ণনা করেছে তারা।

এর আগে ভেনেজুয়েলা অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র তাদের সম্পদ চুরি করার চেষ্টা করছে।

এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, “এই কাজগুলো শাস্তির বাইরে থাকবে না।”

তারা এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এবং ‘অন্যান্য বহুপাক্ষিক সংস্থা এবং বিশ্বের সরকারগুলোর কাছে’ অভিযোগ জানাবে বলে জানিয়েছে।

প্রথম ট্যাঙ্কার জব্দের মতো এবারও মার্কিন কোস্টগার্ড অভিযানের নেতৃত্ব দিয়েছে। একটি স্পেশালাইজড ট্যাকটিক্যাল টিম জাহাজটিতে উঠে সেটি জব্দ করে। এ সময় ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমায় ছিল।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম তার মন্ত্রণালয়ের অধীন কোস্টগার্ডের এই অভিযানের একটি ভিডিও এক্স এ শেয়ার করেছেন।

এই পোস্টে তিনি লিখেছেন, “২০ ডিসেম্বরের ভোরে আগের এই পদক্ষেপে মার্কিন কোস্টগার্ড যুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি তেল ট্যাঙ্কার আটক করেছে যেটি শেষবার ভেনেজুয়েলায় নোঙর করেছিল।”

তিনি ঘটনার সাত মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় পাশে ‘সেঞ্চুরিজ’ নাম লেখা একটি জাহাজের ডেকে মার্কিন হেলিকপ্টারগুলো নামছে।

নোম আরও লিখেছেন, “যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাদক সন্ত্রাসে তহবিল যোগাতে ব্যবহার করা নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলের অবৈধ চালান অনুসরণ করা অব্যাহত রাখবে। আমরা তোমাদের খুঁজে বের করবো আর থামাবো।”

সেঞ্চুরিজ পানামার পতাকাবাহী একটি জাহাজ। তবে গত পাঁচ বছর এটি গ্রিস ও লাইবেরিয়ার পতাকাবাহী হিসেবে চলাচল করেছে বলে যাচাই করা রেকর্ডপত্রের বরাতে জানিয়েছে বিবিসি। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা তেল ট্যাঙ্কারগুলোর মধ্যে এটির নাম নেই।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে বড় ধরনের শক্তিশালী সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। তারা ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে কথিত ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানগুলোতে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তাদের এসব হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

কিন্তু তাদের হামলায় ধ্বংস হয়ে জাহাজগুলো মাদক বহন করছিল, প্রকাশ্যে এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেস তাদের সামরিক বাহিনীর এসব কার্যকালাপের আইন প্রক্রিয়া যাচাই করা ক্রমাগত বৃদ্ধি করছে।