মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, পৌষ ২ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

ফিচার

২০৩০ সালের মধ্যেই হুয়া‌ওয়ে আসছে সিক্স-‌জি

 প্রকাশিত: ১৪:৩৬, ২১ এপ্রিল ২০২১

২০৩০ সালের মধ্যেই হুয়া‌ওয়ে আসছে সিক্স-‌জি

২০৩০ সালের মধ্যে সিক্স-জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্র‌তিষ্ঠান হুয়াওয়ে। এরই মধ্যে সিক্স-জি নিয়ে একটি বিশেষ শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশের উদ্যোগ নিয়ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে অনুষ্ঠিত হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিটে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান এরিক শু।

প্রকাশিতব্য শ্বেতপত্রটি প্রযুক্তিখাতে নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ও প্রতিষ্ঠানদের এ প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

হুয়াওয়ে বর্তমানে সিক্সজি সম্পর্কিত দু’টি বিষয় নিয়ে কাজ করছে। প্রথমত, সিক্স=জি আসলে কী তা নিরূপণে শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। সিক্স-জি কেমন হবে সে ব্যাপারে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের সঙ্গে আলোচনা করতে চায় তারা। দ্বিতীয়ত, তাদের লক্ষ্য এবং সিক্স-জি’র সম্ভাব্য সংজ্ঞা অনুসারে মৌলিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছে হুয়াও‌য়ে। এর মাধ্যমে একস‌ঙ্গে সিক্স-জির বিষয়ে যে কাজ হচ্ছে, তার গুরুত্ব অনুধাবন করতে পারবে সবাই।

অনলাইন নিউজ পোর্টাল