এক কিশোরীর বক্তব্যে তদন্তে আলোর রেখা
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীর খিলগাঁওয়ে শিশু সাফওয়ান আল নিনাদ হত্যা মামলার তদন্ত অগ্রগতি হয়েছে। এক কিশোরীর বক্তব্য তদন্ত-সংশ্লিষ্টদের কাছে আলোকরেখা হয়ে উঠেছে। এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির মায়ের মামিকে। খাদিজা আক্তার রানী নামের ওই নারীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মইনুল ইসলাম গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘খাদিজা আক্তার রানীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’ নিনাদের বাবার দাবি, রানী ও তাঁর মেয়ে এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত।
খিলগাঁওয়ের মেরাদিয়ার ভুইয়াপাড়ার ২১৫/৫ নম্বর বাড়ির স্বপন বেপারীর ছেলে নিনাদ। নিনাদের মায়ের মামা জহিরুল ইসলাম লুড্ডু। তাঁদের বাড়িও কাছাকাছি। জমাজমি নিয়ে এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ২০১৮ সালের ১৫ জুন ঈদুল ফিতরের আগের রাতে ওই বাড়ি থেকে নিখোঁজ হয় নিনাদ। পরের দিন বাড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এরপর অজ্ঞাত আসামি দিয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন স্বপন বেপারী। কিন্তু থানা পুলিশ বেশি দূর এগোতে পারেনি। পরে মামলাটি যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লুড্ডুকে গ্রেপ্তার করে। বর্তমানে লুড্ডু জামিনে রয়েছেন। এরপর বাদীপক্ষের না রাজির কারণে মামলা যায় পিবিআইয়ে। তাদের চার্জশিটেও বাদীপক্ষ না রাজি দিলে মামলার তদন্তভার পায় সিআইডি।
সিআইডি তদন্তে নেমে নিনাদ হত্যাকাণ্ডে লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানীর সম্পৃক্ততার তথ্য পায়। এর ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
যেভাবে মামলার নতুন মোড় : নিনাদের পরিবারের কেউ-ই বুঝতে পারছিলেন না কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত। মামলাও হয় অজ্ঞাত আসামিদের নামে। অবশেষে সিআইডি তদন্তে নামার পর ওই বাড়ির সাবেক এক ভাড়াটিয়ার কাছ থেকে কিছু তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে জানা যায়, নিনাদকে হত্যার আগে গ্রেপ্তারকৃত রানীর সঙ্গে থাকতে দেখেছে তাদের বাড়িরই এক কিশোরী ভাড়াটিয়া, যে কিনা রানীর মেয়ে জান্নাতের খেলারও সাথী। সেই কিশোরী এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে।
সাক্ষ্যে ওই কিশোরী জানায়, ঈদের আগের রাতে বাড়ির মালিক লুড্ডুর বাসায় বেড়াতে গিয়ে সেখানে সে নিনাদকে দেখতে পায়। নিনাদ এখানে কী করছে তা লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানীর কাছে সে জানতে চায়। রানী জানান, সে ঈদের রাতে বাজি খেলার জন্য এসেছে। এরপর রানী ওই কিশোরী ও তার মেয়ে জান্নাতকে ১০০ টাকা দেন বাজি কিনে আনার জন্য। টাকা পেয়ে তারা বাজি কিনতে চলে যায়। বাজি কিনে প্রায় ঘণ্টাখানেক পর তারা বাসায় এসে নিনাদকে দেখতে পায়নি। জানতে চাইলে রানী ওই কিশোরীকে জানান যে নিনাদ বাড়ি চলে গেছে। এরপর তারা কিছুক্ষণ খেলা করে। ওই সময় লুড্ডু কাঁধে করে কোল বালিশের মতো করে কাপড়চোপড় নিয়ে যাচ্ছিলেন। জান্নাত তার বাবার কাছে জানতে চায় ওগুলো কী? তখন পাশ থেকে রানী জবাব দেন, এগুলো পুরনো কাপড়। পরের দিন ওই কিশোরী নিনাদের লাশ পাওয়া যাওয়ার খবর জানতে পারে।
মামলার বাদী স্বপন বেপারী বলেন, ‘বর্তমান তদন্ত কর্মকর্তার কাছে নিনাদ হত্যার জোরালো সব তথ্য দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানী ও তাঁর বড় মেয়ে রুমানা ইসলাম যুক্ত বলে আমরা মনে করি। রানী গ্রেপ্তার হওয়ায় আমি খুশি। এখন দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’
স্বপন বেপারী আরো বলেন, ‘রানীর বাড়ির ভাড়াটে ওই কিশোরী ঈদের আগের রাতে ওই বাসায় নিনাদকে দেখতে পাওয়ার খবর এক মহিলাকে জানিয়েছিল। ওই কিশোরীর দেওয়া তথ্য ও পারিপার্শ্বিক ঘটনার মধ্যে অনেক কিছুতেই মিল পাওয়া যায়। এ ছাড়া আমার সন্তানকে হত্যার আগে ওরা যে দোকান থেকে মোটা পলিথিন কিনে নিয়েছে সে তথ্যও পাওয়া গেছে
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মইনুল ইসলাম গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘খাদিজা আক্তার রানীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’ নিনাদের বাবার দাবি, রানী ও তাঁর মেয়ে এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত।
খিলগাঁওয়ের মেরাদিয়ার ভুইয়াপাড়ার ২১৫/৫ নম্বর বাড়ির স্বপন বেপারীর ছেলে নিনাদ। নিনাদের মায়ের মামা জহিরুল ইসলাম লুড্ডু। তাঁদের বাড়িও কাছাকাছি। জমাজমি নিয়ে এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ২০১৮ সালের ১৫ জুন ঈদুল ফিতরের আগের রাতে ওই বাড়ি থেকে নিখোঁজ হয় নিনাদ। পরের দিন বাড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এরপর অজ্ঞাত আসামি দিয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন স্বপন বেপারী। কিন্তু থানা পুলিশ বেশি দূর এগোতে পারেনি। পরে মামলাটি যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লুড্ডুকে গ্রেপ্তার করে। বর্তমানে লুড্ডু জামিনে রয়েছেন। এরপর বাদীপক্ষের না রাজির কারণে মামলা যায় পিবিআইয়ে। তাদের চার্জশিটেও বাদীপক্ষ না রাজি দিলে মামলার তদন্তভার পায় সিআইডি।
সিআইডি তদন্তে নেমে নিনাদ হত্যাকাণ্ডে লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানীর সম্পৃক্ততার তথ্য পায়। এর ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
যেভাবে মামলার নতুন মোড় : নিনাদের পরিবারের কেউ-ই বুঝতে পারছিলেন না কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত। মামলাও হয় অজ্ঞাত আসামিদের নামে। অবশেষে সিআইডি তদন্তে নামার পর ওই বাড়ির সাবেক এক ভাড়াটিয়ার কাছ থেকে কিছু তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে জানা যায়, নিনাদকে হত্যার আগে গ্রেপ্তারকৃত রানীর সঙ্গে থাকতে দেখেছে তাদের বাড়িরই এক কিশোরী ভাড়াটিয়া, যে কিনা রানীর মেয়ে জান্নাতের খেলারও সাথী। সেই কিশোরী এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে।
সাক্ষ্যে ওই কিশোরী জানায়, ঈদের আগের রাতে বাড়ির মালিক লুড্ডুর বাসায় বেড়াতে গিয়ে সেখানে সে নিনাদকে দেখতে পায়। নিনাদ এখানে কী করছে তা লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানীর কাছে সে জানতে চায়। রানী জানান, সে ঈদের রাতে বাজি খেলার জন্য এসেছে। এরপর রানী ওই কিশোরী ও তার মেয়ে জান্নাতকে ১০০ টাকা দেন বাজি কিনে আনার জন্য। টাকা পেয়ে তারা বাজি কিনতে চলে যায়। বাজি কিনে প্রায় ঘণ্টাখানেক পর তারা বাসায় এসে নিনাদকে দেখতে পায়নি। জানতে চাইলে রানী ওই কিশোরীকে জানান যে নিনাদ বাড়ি চলে গেছে। এরপর তারা কিছুক্ষণ খেলা করে। ওই সময় লুড্ডু কাঁধে করে কোল বালিশের মতো করে কাপড়চোপড় নিয়ে যাচ্ছিলেন। জান্নাত তার বাবার কাছে জানতে চায় ওগুলো কী? তখন পাশ থেকে রানী জবাব দেন, এগুলো পুরনো কাপড়। পরের দিন ওই কিশোরী নিনাদের লাশ পাওয়া যাওয়ার খবর জানতে পারে।
মামলার বাদী স্বপন বেপারী বলেন, ‘বর্তমান তদন্ত কর্মকর্তার কাছে নিনাদ হত্যার জোরালো সব তথ্য দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রানী ও তাঁর বড় মেয়ে রুমানা ইসলাম যুক্ত বলে আমরা মনে করি। রানী গ্রেপ্তার হওয়ায় আমি খুশি। এখন দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’
স্বপন বেপারী আরো বলেন, ‘রানীর বাড়ির ভাড়াটে ওই কিশোরী ঈদের আগের রাতে ওই বাসায় নিনাদকে দেখতে পাওয়ার খবর এক মহিলাকে জানিয়েছিল। ওই কিশোরীর দেওয়া তথ্য ও পারিপার্শ্বিক ঘটনার মধ্যে অনেক কিছুতেই মিল পাওয়া যায়। এ ছাড়া আমার সন্তানকে হত্যার আগে ওরা যে দোকান থেকে মোটা পলিথিন কিনে নিয়েছে সে তথ্যও পাওয়া গেছে

- পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয় : ম্যাকরনকে রুহানি
- চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪৭ সদস্য আটক
- কান্নার কারণে বেঁচে গেল ৫ শিশু
- আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা
- ভুয়া পরিচয়ে ব্যাংকের অর্থলুট, আটক ৫
- সপ্তাহখানেকের মধ্যে ৪০ লাখ ডোজ টিকা আসবে
- এইচ টি ইমামের অবস্থা সংকটাপন্ন, সিএমএইচে ভর্তি
- স্বর্ণের দাম কমল ভরিতে যত
- ‘ভাষার মাস’ : ভাষার মাসের নিবেদন
- মিয়ানমারে ১০ সাংবাদিক আটক
- ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ
- সিরিয়া যুদ্ধের বীভৎস নির্যাতনের বর্ণনা জাতিসঙ্ঘের
- পঞ্চম দফায় ভাসানচরে যাচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গা
- টিকার অগ্রগতির মধ্যেও করোনার নতুন ধরন ‘আসল হুমকি’
- ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার
- পান-সুপারি আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
- চীনা হ্যাকারদের নিশানায় ভারতের টিকা উৎপাদনকারী সংস্থা
- বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১১ কোটি, মৃত্যু সাড়ে ২৫ লাখ
- ফেরেশতারা যাদের অভিশাপ দেন
- কুবিতে ছাত্রলীগের দুপক্ষে মারামারি, আহত ২
- জাতীয় ভোটার দিবস আজ
- আন্দামান সাগরে ভাসমান রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত
- চলতে চলতে আগুন ধরে পুড়ে গেল প্রাইভেটকার
- কারাগারে লেখক মুশতাকের মৃত্যু নিয়ে যা বললেন গোলাম রাব্বানী
- রায়পুরে ২৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৯ কোটি টাকা
- জালিয়াতির অভিযোগে ১২ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে ঢাবি
- ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু শনাক্ত ৫৮৫ জন
- ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
- গাজীপুরে কলোনীতে আগুন, দুই শতাধিক বসতঘর পুড়ে ছাই
- ডেটা চুরিতে ব্যবহৃত ভুয়া ওয়েবসাইট বন্ধ হচ্ছে
- ৩ দিনের আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
- ‘ভাষার মাস’ : ভাষার মাসের নিবেদন
- ধুনটে দুস্থ নারীরা ভাতাবঞ্চিত, চেয়ারম্যানদের দায়িত্বহীনতার অভিযোগ
- মিয়ানমারের সঙ্কট দূর করতে ইন্দোনেশিয়ার কূটনৈতিক উদ্যোগের চেষ্টা
- জালিয়াতির অভিযোগে ১২ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে ঢাবি
- ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৭০
- আইসিসির নতুন নিয়ম মানতে নারাজ ভারত
- ফের বিতর্কে নরেন্দ্র মোদি স্টেডিয়াম!
- ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণ খনিতে ভয়াবহ ধসে ৬ জনের মৃত্যু
- পিলখানা হত্যার এক যুগ: এখনো ঝুলছে বিস্ফোরক মামলা
- বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা, নিহত ১৭
- হাজী সেলিমের সাজার আপিলের রায় ৯ মার্চ
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০
- শরীয়া নীতিমালার তোয়াক্কা না করেই ‘সুকুক’ ছাড়া হয়েছে
- হিজাব পরিধানকারী নারীদের জন্য বিশেষ শ্যাম্পু প্যারাসুট ন্যাচারালে
- কওমি শিক্ষার্থীদের কর্মমুখী ও সাধারণ শিক্ষার সুযোগ দেবে সরকার
- যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল ক্যাপিটলের হামলাকারীরা
- বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘স্পটিফাই’
- বিশ্বে করোনায় সুস্থ আট কোটি ৯৫ লক্ষাধিক

- আজ থেকে আগের ভাড়ায় গণপরিবহন
- খুলনার কয়রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদ জামাত!
- ১৫ জুনের পরেও অফিস ও গণপরিবহন চালু থাকবে
- টিআইবি ইউএনওর ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায়
- নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিনকে সাময়িক বরখাস্ত করেছে ঢাবি
- বারবার অভিযোগের পরেও গ্যাস লিকেজ ঠিক করেনি তিতাস কর্তৃপক্ষ
- ডেটা চুরিতে ব্যবহৃত ভুয়া ওয়েবসাইট বন্ধ হচ্ছে
- বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি
- বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দিচ্ছে কোভ্যাক্স
- ঈদে বাড়ি ফেরা মানুষের ভীড় মহাসড়ক ও নৌঘাটে
- ভিডিও কল কনফারেন্সের মাধ্যমে বিচারের অধ্যাদেশের গেজেট জারি
- পদ্মাসেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান
- ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু
- ঘূর্ণিঝড় আম্ফান: বিপদ সংকেত উঠে গেল ৭ নম্বরে
- এডমিরাল র্যাংক ব্যাজ পরলেন নৌবাহিনী প্রধান