রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
রংপুর নগরে ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
রোববার সন্ধ্যার দিকে নগরের মেডিকেল মোড় এলাকার ফল দোকান চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহ্জান।
সোমবার সকালে তিনি বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করছি। আইনি প্রক্রিয়া চলমান আছে।”
ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ৩০ বছরের ওই নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বাধা হয়েছে। তাকে ঘিরে অনেক লোকের সমাগম। সেখানে পুরুষের পাশাপাশি কয়েকজন নারীকেও দেখা গেছে।
এরপর পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে সজোরে আঘাত করছেন। এমন সময় কেউ একজন বলছেন, ‘মারিয়েন না, মারিয়েন না’। এ কথা শুনে লাঠি হাতে ওই ব্যক্তি রেগে গিয়ে পেছনের ব্যক্তিকে শাসান। এ সময় আবার অনেকে ওই নারীকে শুধু হাতে মারার জন্য বলেন।
পরে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির সরে গেলে সেখানে লাল জ্যাকেট পরা এক ব্যক্তি ওই নারীর হাতে আঘাত করতে থাকেন। এভাবে ওই নারীকে নির্যাতন করা হয়।
এক ওষুধ ব্যবসায়ী জানান, ওই নারী এক রোগীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করা হয়।
তবে নির্যাতনের শিকার ওই নারীর কোনও ঠিকানা কিংবা পরিচয় পাওয়া যায়নি।