সম্মিলিত ইসলামী ব্যাংক: উত্তোলন ১০৭ কোটি, জমা ৪৪ কোটি টাকা
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে লেনদেন শুরুর প্রথম দুই দিনে আমানতকারীরা ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলেছেন। এর ব্পিরীতে জমা হয়েছে ৪৪ কোটি টাকা।
মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক এ পরিমাণ টাকা তুলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি তোলা হয়েছে এক্সিম ব্যাংক থেকে; ৬৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
তিনি বলেন, “টাকা উত্তোলনের সঙ্গে জমাও হয়েছে। এটা প্রমাণ করে এখানে টাকা সম্পূর্ণ নিরাপদ। গ্রাহকের কোনো চিন্তা করতে হবে না। আগামীতেও ভয়ের কোনো কারণ দেখছি না।”
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সবচেয়ে বেশি এক্সিম ব্যাংক থেকে ৬৬ কোটি টাকা তোলা হয়েছে। এ ব্যাংক থেকে ৬ হাজার ২৬৫ জন টাকা উত্তোলন করেন। সবচেয়ে বেশি জমাও হয় এ ব্যাংকে। এর পরিমাণ ২৪ কোটি ২৬ লাখ টাকা।
নতুন বছরের শুরুর দিন থেকে একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরুর পর প্রথম দুই দিনে মোট টাকা জমা হয়েছে ৪৪ কোটি ৯ লাখ টাকা।
এক্সিম ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংকে ১৫ কোটি ২৪ লাখ, এসআইবিএলে ৩ কোটি ৪৯ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামিতে ৪৮ লাখ ও গ্লোবাল ইসলামি ব্যাংকে জমা হয় ৬২ লাখ টাকা।
গভর্নর বলেন, পাঁচ ব্যাংক থেকে অর্থ কীভাবে বের হয়ে গেছে তা চিহ্নিত এবং দায়ীদের আইনের আওতায় আনতে খুব শিগগির ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামি ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়াসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।